Cvoice24.com

চট্টগ্রামে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

প্রকাশিত: ১৫:২১, ৭ মে ২০১৮
চট্টগ্রামে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের চট্টগ্রাম অঞ্চলের খেলা আজ সোমবার (৭ মে) থেকে শুরু হয়েছে। চট্টগ্রাম অঞ্চলের খেলায় চট্টগ্রাম বিভাগের ৮ টি জেলার নির্বাচিত স্কুল অংশ নিচ্ছে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

সকালে কক্সবাজার জেলার পেকুয়া মডেল জিএসসি ইন্সটিটিউশন এবং লক্ষীপুর জেলার তোরাবগু উচ্চ বিদ্যালয়ের ম্যাচে পেকুয়া ৭-০ গোলের ব্যবধানে তোরাবগু উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। 

পেকুয়া মডেল জিএসসি ইন্সটিটিউশনের পক্ষে রিয়াজ উদ্দিন ৩ টি, হেফাজ ১ টি, আরিফ ১ টি, ইরফান ১ টি করে গোল করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় পেকুয়ার ইসমাইল।

বিকেলে একই ভ্যেনুতে দিনের অপর ম্যাচে  চট্টগ্রাম জেলার মেরিন একাডেমী স্কুল ৬-২ গোলের ব্যবধানে ফেনী জেলার ফেনী জিএ একাডেমীকে পরাজিত করে। মেরিন একাডেমীর পক্ষে পারভেজ ৩ টি, ফিরোজ ১ টি, বেলাল ১ টি, শাকিল ১ টি করে গোল করে। ফেনী জি এ একাডেমীর পক্ষে আবদুল্লাহ আল মামুন ২ টি গোল করে।

সকালে এম এ আজিজ স্টেডিয়ামে স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপের চট্টগ্রাম অঞ্চলের খেলা উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

সিভয়েস/এসসি/এমইউ

93

সর্বশেষ

পাঠকপ্রিয়