Cvoice24.com

চট্টগ্রাম আবাহনীর দুই কর্মকর্তার বিরুদ্ধে  নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৬:৪৬, ৭ মে ২০১৮
চট্টগ্রাম আবাহনীর দুই কর্মকর্তার বিরুদ্ধে  নিষেধাজ্ঞা

ছবি : সিভয়েস

চট্টগ্রাম আবাহনী লি: এর দুই কর্মকর্তাকে ১ম বিভাগ ফুটবল লীগ চলাকালীন সময়ে এম এ আজিজ স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারী করেছে চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন। আবাহনী লিঃ জুনিয়র দলের কর্মকর্তা এসএম সাইফুদ্দিন এবং ম্যানেজার শৈবাল বড়ুয়ার উপর এ নিষেধাজ্ঞা জারী করা হয়। আজ সোমবার (৭ মে) চট্টগ্রাম জেলা ফুটবল এসেসিয়েশনের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে দুজনের অব্যাহতি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। 

জানা গেছে, চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চলমান প্রথম বিভাগ ফুটবল লীগে গত ৬ মে রবিবার চট্টগ্রাম আবাহনী লিঃ জুনিয়র ও আগ্রাবাদ নওজোয়ানের মধ্যকার ম্যাচ শেষ হলে রেফারি মাঠ ত্যাগ করার সময় আবাহনীর কর্মকর্তা সাইফুদ্দিন চেয়ার দিয়ে রেফারিকে মারার জন্য দৌড়ে আসে এবং রেফারিকে মেরে ফেলার হুমকি দেয়। 

এসময় আবাহনীর ম্যানেজার শৈবাল বড়ুয়া লাঠি নিয়ে গ্যালারি থেকে রেফারিকে মারার জন্য স্টেডিয়ামের ২ নম্বর গেইটে আসে। এই ঘটনায় রেফারি ও শৃঙ্খলা কমিটির রিপোর্টে ঘটনার সত্যতা পাওয়া যায়। 

ডিসিপ্লিনারী এ্যকশন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিজেকেএস সিডিএফএ ফুটবল উপবিধির অনুচ্ছেদ ১৪ এর (গ) ও (ঘ) অনুযায়ী এস এম সাইফুদ্দিন এবং শৈবাল বড়ুয়াকে ১ম বিভাগ ফুটবল লীগের চলতি মৌসুমের জন্য মাঠে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারী করা হয়। 

ইতোপূর্বে এমন আচরনের জন্য আবাহনীর কর্মকর্তা এসএম সাইফুদ্দীনকে চলতি লীগে লিখিতভাবে সতর্ক করা হয়েছিলো। 

সিভয়েস/এসসি/এইচআর/এমইউ

93

সর্বশেষ

পাঠকপ্রিয়