Cvoice24.com

অস্ট্রেলিয়ার মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত

প্রকাশিত: ০৫:৪২, ৮ মে ২০১৮
অস্ট্রেলিয়ার মাটিতে দিবা-রাত্রির টেস্ট খেলবে না ভারত

ভারত ও অস্ট্রেলিয়ার মাঝে কিছুদিন ধরেই কথা চালাচালি চলছিল দিবা-রাত্রির টেস্ট নিয়ে। প্রথম থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এটি নিয়ে খুব একটা আগ্রহী ছিল না। দেশের মাটিতে প্রতি গ্রীষ্মে অন্তত একটি গোলাপি বলের টেস্ট খেলা অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) ভীষণ আগ্রহীই ছিল। তবে বিসিসিআই শেষ পর্যন্ত জানিয়েছে তারা অস্ট্রেলিয়ার মাটিতে এ বছর এই টেস্ট খেলতে প্রস্তুত না।

২০১৪ সাল থেকে প্রতিবছর অস্ট্রেলিয়া গ্রীষ্মে সিএ অ্যাডিলেডে একটি করে গোলাপি বলের টেস্ট ম্যাচ আয়োজন করে আসছে। এ বছরের শেষ দিকে ভারত যাবে সেখানে। দিবা-রাত্রির টেস্টকে রীতিতে পরিণত করে ফেলা সিএ'ও খুব আগ্রহী ছিল এখন পর্যন্ত দিবা-রাত্রির টেস্ট না খেলা ভারতের বিপক্ষে এই ম্যাচ আয়োজনের। তবে বিসিসিআই আগ্রহী না হওয়ায় প্রথাগত টেস্টই আয়োজন করতে যাচ্ছে বোর্ডটি। সিএ'র একজন মুখপাত্র জানিয়েছেন, 'আমরা নিশ্চিত করতে পারি যে বিসিসিআই জানিয়েছে তারা এই গ্রীষ্মে অ্যাডিলেডে প্রস্তাবিত দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত না। ফলশ্রুতিতে আমরা নিশ্চিতভাবে জানাচ্ছি এই ম্যাচটি দিনের ফরম্যাটেই খেলা হবে।'

এখন পর্যন্ত অ্যাডিলেডে চারটি গোলাপি বলের টেস্ট আয়োজন করে প্রতিটিই জিতেছে অস্ট্রেলিয়া। এতে করে ভারতের প্রথম দিবা-রাত্রির টেস্টে হেরে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। সিএ প্রধান নির্বাহী জেমস সাডারল্যান্ডের মতে এটাই বিসিসিআইয়ের রাজী না হওয়ার কারণ হতে পারে, 'ভারতে সবসময়ই একটা রক্ষণশীলতা ও আতঙ্ক ছিল। সত্যি বললে আমার মনে হয় তারা এখানে এসে আমাদের হারাতে চায়। অস্ট্রেলিয়া দেশের মাটিতে সব গোলাপি বলের টেস্ট জিতেছে। এটা আমাদের এগিয়ে রেখেছে।'

বিসিসিআই জানিয়েছে তারা এক বছরের আগে দিবা-রাত্রির টেস্ট খেলতে প্রস্তুত না। তাদের সাথে না খেললেও জানুয়ারিতে সফররত শ্রীলঙ্কার বিপক্ষে গ্যাবায় গোলাপি বলের টেস্ট খেলবে অজিরা। সূত্র : ক্রিকইনফো।

সিভয়েস/এসসি/এমইউ


 

104

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়