Cvoice24.com

আইপিএলে আজকেও অনিশ্চিত মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:১৪, ৯ মে ২০১৮
আইপিএলে আজকেও অনিশ্চিত মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) একের পর এক ম্যাচ হেরে বেশ ব্যাকফুটে চলে গিয়েছিল মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ানস। পয়েন্ট টেবিলে অবস্থা এতটাই শোচনীয় ছিল যে সমীকরণ এমন দাঁড়ায়—টুর্নামেন্টে টিকে থাকতে হলে বাকি প্রায় প্রতিটি ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না তাদের সামনে। ভাগ্যদেবী তাদের পাশেই ছিল। ধারাবাহিক পরাজয়ের তিক্ত স্বাদ পাওয়া দলটি পেয়ে যাচ্ছে সাফল্যের দেখা। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুস্তাফিজের মুম্বাই।

গত রোববারও মুখোমুখি হয়েছিল কলকাতা-মুম্বাই। ওই ম্যাচে ১৩ রানে জয় পায় মুম্বাই। আজ অবশ্য ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে মাঠে নামবে শাহরুখ খানের দল। রাত সাড়ে ৮টায় দুদলের খেলার মাধ্যমে লিগের ৪১তম ম্যাচ অনুষ্ঠিত হবে।

পয়েন্ট টেবিলে দুদলই আছে কাছাকাছি। আজ মুম্বাই জিতলেও পয়েন্ট টেবিলে তাদের থাকতে হবে কলকাতার নিচের সারিতেই। তখন দুদলের পয়েন্টই থাকবে ১০। কিন্তু রানরেটের হিসাবে এগিয়ে আছে দিনেশ কার্তিকের দলই। আজ মাঠে নামা দুদলই লিগের শেষ চার নিশ্চিত করা নিয়ে বেশ দুশ্চিন্তায়ই আছে।  কলকাতার সামনে শেষ চার থেকে ছিটকে পড়ার শঙ্কা, অন্যদিকে মুম্বাই মরিয়া শেষ চার নিশ্চিত করার লড়াইয়ে টিকে থাকার জন্য।

বাংলাদেশের কাটার মাস্তার মুস্তাফিজের এ ম্যাচেও মাঠে নামা অনিশ্চিত। প্রথম ছয় ম্যাচ ধারাবাহিকভাবে খেললেও পরের ম্যাচগুলোতে তাঁকে থাকতে হচ্ছে একাদশের বাইরে। মুম্বাই থেকেও ইঙ্গিত দেওয়া হয়েছে, যে গেম প্ল্যানে তারা খেলে চালিয়ে যাচ্ছে, তাতে ভুল দেখছে না। এভাবেই তারা খেলা চালিয়ে জিততে চায়।

সিভয়েস/এএইচ

104

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়