Cvoice24.com

এলিট নিজের তৈরি ব্যক্তিত্বে জনপ্রিয়তা পেয়েছে

প্রকাশিত: ১৬:১৭, ২৯ মে ২০১৮
এলিট নিজের তৈরি ব্যক্তিত্বে জনপ্রিয়তা পেয়েছে

-ফাইল ছবি

চাঁদাবাজি করছেন এলিট ভাই! এ কথাটি আমি মেনে নিতে পারিনি। আমি এলিট ভাইকে দেখে আসছি সে ২০০২ সাল থেকে; তখন তিনি একটা প্রাইভেট ইনিভার্সিটির ছাত্র ছিলেন। তখন থেকে প্রায় ১০ বছর আমরা একে অন্যকে খুব কাছ থেকে চিনতাম জানতাম। তিনি পুল, বিলিয়ার্ড ও স্নুকার খুব ভালো খেলতেন। পরবর্তিতে আমি নিজেও খেলেছি।

তিনি আওয়ামী ছাত্র রাজনীতিতে তখন থেকে জড়িত। কেউ যদি সাক্ষী খুঁজে তবে এ ব্যাপারে আমি রাজ সাক্ষী হবো। শহর মলুকে একমাত্র এলিটের ভাইয়ের যে জনপ্রিয়তা ছিল তা শুধু যে তিনি বিজনেস ম্যাগনেটের সন্তান হিসেবে পেয়েছেন তা কিন্তু নয়, বরং নিজের তৈরিকৃত ব্যক্তিত্বের কারণে তিনি তেমনটি হতে পেরেছিলেন।

আমি পাস্ট টেনস ব্যবহার করছি কথায় কথায়; কারণ, প্রায় ৮ বছর হলো উনার সাথে আমার শেষবার দেখা হয়েছিল। কিন্তু উনার উত্তর উত্তর সর্বক্ষেত্রে সাফল্যের খবর আমি অনেক দূর থেকেও রাখার চেষ্টা করি। তিনি আমাদের মিরসরাই-এর অহংকার। তাঁর সাথে সরাসরি কেউ না মিশলে বুঝতে পারবেন না যে তিনি কত বিশাল মনের মানুষ।

এত বড়লোকের সন্তান হওয়া সত্ত্বেও তার কাছে অহংকার দেখিনি কখনো। আর ঐ সময়টায় আমি ছিলাম যাচ্ছে তাই; আমার কাঁদে হাত রেখে তিনি প্রায় সময় বলতেন, 'কোন সমস্যা হলে ভাইরে বলিস'। আরে বাবা, আর কিছু লাগে মানুষ চেনার জন্যে! যার ছাত্র ও ব্যবসায়িক জীবন আমি বেশ কয়েক বছর নিজ চোখে দেখেছি; তাকে যদি 'ভোরের পাতার' মত একটি খিস্তি খেঁউড়ে পত্রিকা এভাবে নিউজ কাস্ট করে দেখায় তাতে উনার মত মহান মানুষের বয়ে যাবে!! এখন আপনারাই বলতে পারবেন যে উনি চাঁদাবাজি করতে পারেন কি না! মানুষ সম্পর্কে না জেনে শুধুমাত্র রাজনীতি করি বলে আরেক জনের সম্মান নিয়ে ছেলে খেলা করা আমাদের কারো জন্যেই মঙ্গল জনক নয়।

-Md Selim Bhuyan এর ফেসবুক থেকে নেয়া

ফেসবুক ডেস্ক

সর্বশেষ

পাঠকপ্রিয়