Cvoice24.com

টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:০১, ৪ ডিসেম্বর ২০২২
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। যদিও ম্যাচ শুরুর আগে পিচ রিপোর্টে বলা হয়েছে, ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত হবে উইকেট। 

রবিবার (৪ ডিসেম্বর) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়। 

একাদশে তিন পেসার ও দুই স্পিনার রেখেছে বাংলাদেশ। ভারতের হয়ে এ ম্যাচে অভিষেক হচ্ছে কুলদীপ সেনের। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে লিটন দাস এই সিরিজ নেতৃত্ব দেবেন।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ , এবাবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ, কুলদীপ সেন

Nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়