Cvoice24.com
corona-awareness

সাকিবকে খলনায়ক প্রমাণের চক্রান্ত হচ্ছে—বললেন স্ত্রী শিশির

সিভয়েস খেলা ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ১২ জুন ২০২১
সাকিবকে খলনায়ক প্রমাণের চক্রান্ত হচ্ছে—বললেন স্ত্রী শিশির

সাকিব আল হাসানের সঙ্গে স্ত্রী শিশির

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মাথা গরম করে সমালোচিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে এবার তার পাশে দাঁড়ালেন স্ত্রী উম্মে আল-হাসান শিশির। সরাসরি সাকিবের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছেন তিনি।

শুক্রবার মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আবাহনীর ম্যাচে দুই ওভারের ব্যবধানে দুবার মাথা গরম করেন সাকিব। প্রথমে এলবিডব্লিউর আবেদন নাকচ হওয়ায় স্ট্যাম্পে লাথি মারেন। এরপর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে করতে তিনটি উইকেটই উপড়ে ফেলেন। তার ওই কাণ্ডের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

এরপরেই সাকিব-পত্নী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘সংবাদমাধ্যমের মতোই আমি এই ঘটনাটা উপভোগ করছি, এতদিন পর টিভিতে বলার মতো একটা ঘটনা ঘটল! যারা আজকের সত্যিকারের ঘটনা জানেন এবং প্রতিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারেন, তাদের সমর্থন পেয়ে ভাল লাগছে। তবে দেখে খারাপ লাগছে যে সংবাদমাধ্যমে আসল ঘটনাটাই চাপা পড়ে যাচ্ছে। তার বদলে রাগটাই বেশি করে দেখানো হচ্ছে।’ 

ঘটনার কারণ জানিয়ে তিনি লিখেন, ‘প্রধান কারণ হল আম্পায়ারদের বিস্ময়কর সব সিদ্ধান্ত! আমার মতে, সাকিবের বিরুদ্ধে নির্দিষ্ট ছক কষা হচ্ছে যাতে সব পরিস্থিতিতে ওকে খলনায়ক দেখানো যায়!’

ম্যাচের পর সাকিব নিজেও ক্ষমা চেয়ে নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘প্রিয় অনুরাগীরা, নিজের রাগ সামলাতে না পারার জন্য আমি দুঃখিত। বিশেষত তাদের কাছে যারা বাড়ি থেকে ম্যাচ দেখছিলেন। আমার মতো অভিজ্ঞ ক্রিকেটারের এই আচরণ কাম্য নয়। কিন্তু মাঝেমধ্যে নিজেকে নিয়ন্ত্রণ করা যায়। দল, প্রতিযোগিতার আয়োজক সবার কাছে ক্ষমা চাইছি।’

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়