Cvoice24.com

আর্জেন্টিনাকে জিততে দেয়নি চিলি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০৫:১১, ১৫ জুন ২০২১
আর্জেন্টিনাকে জিততে দেয়নি চিলি

মেসি ম্যাজিকেই কোপা আমেরিকা কাপে প্রথম ম্যাচে চিলির বিরুদ্ধে প্রথমার্ধে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ এর ফলাফল নিয়েই মাঠ ছাড়তে হয়েছে আর্জেন্টিনাকে। চিলির বিপক্ষে ম্যাচের ৩৩ মিনিটে প্রথম গোল পেলেন মেসিরা। দ্বিতীয়ার্ধের প্রথম দশ মিনিটেই পেনাল্টি পায় চিলি। সেই সুযোগটা আরতুরো ভিদাল প্রথম শর্টে কাজে লাগাতে ব্যর্থ হলেও এডুয়ার্ডো ভার্গাস ঠিকই গোল আদায় করে নেন। এ গোলের মধ্য দিয়েই মূলত আর্জেন্টিনাকে জিততে দেয়নি চিলি। 

ব্রাজিলের সান্তোসে অলিম্পিক স্টেডিয়ামে চলমান ম্যাচের ৩২ মিনিটের সময় আর্জেন্টাইন মিডফিল্ডার জিওভানি লো সেলসোকে নিজেদের ডি-বক্সের বাইরে ফাউল করেন চিলির মিডফিল্ডার এরিক পুলগার। সঙ্গে সঙ্গে ফ্রি-কিকের বাঁশি বাজান রেফারি, হলুদ কার্ড দেখান পুলগারকে। গোল করার মতো দূরত্বে ফ্রি-কিক পেয়ে শট নিতে এগিয়ে আসেন আর্জেন্টাইন অধিনায়ক মেসিই। বাঁকানো শটে গোল পোস্টের বাম পাশ দিয়ে বল জালে জড়ান তিনি। আর্জেন্টিনার জার্সি গায়ে মেসির এটি ৭৩তম গোল। আর প্রতিযোগিতামূলক ম্যাচে গোলসংখ্যা বেড়ে হলো ৩৯।

দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে ডি বক্সের মধ্যে ফাউল করেন আর্জেন্টাইন ডিফেন্ডাররা। রেফারি রিভিউ দেখে নিজেই পেনাল্টি কিকের সিদ্ধান্ত দেন। আরতুরো ভিদাল প্রথম শর্টে কাজে লাগাতে ব্যর্থ হলেও এডুয়ার্ডো ভার্গাস ঠিকই গোল আদায় করে নেন। শেষ পর্যন্ত অতিরিক্ত আরও ৯ মিনিট খেললেও কোনও দলই গোল আদায় করতে পারতেনি। ১-১ গোল এ ড্রয়ের ফল নিয়ে কোপা আমেরিকা কাপের প্রথম ম্যাচ শেষ করে। 

চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে আর্জেন্টিনা। সর্বশেষ ম্যাচসহ দুই দলের মধ্যে হওয়া ৯৪টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনাই জিতেছে ৬১ ম্যাচ, ড্র হয়েছে ২৫টি খেলা। বাকি ৮ ম্যাচে জয় চিলির। তবে এই ৮ ম্যাচের মধ্যেই রয়েছে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দুইটি।

আর্জেন্টিনা একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, গনজালো মন্টিয়েল, লুকাস মার্টিনেজ কোয়ারতা, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও নিকোলাস গনজালেজ।

চিলি একাদশ : ক্লাউদিও ব্রাভো, ইয়েরি মিনা, মাউরিসিও ইসলা, গ্যারি মেডেল, গুইলার্মো মারিপান, আরতুরো ভিদাল, এরিক পুলগার, চার্লস আরাঙ্গুইজ, জেন মেনেসেস, এডুয়ার্ডো ভার্গাস ও কার্লোস পালাসিওস

সর্বশেষ

পাঠকপ্রিয়