Cvoice24.com

চাঁটগাঁইয়া তামিমকে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে ফেরাতে মাঠে ভক্তরা (ভিডিও) 

সিভয়েস প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫, ১৪ সেপ্টেম্বর ২০২১

 

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের জন্য বিভিন্ন দেশ ছাড়াও স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। তবে সেই স্কোয়াডে নেই তামিম ইকবাল। সম্প্রতি নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে নিজেই ঘোষণা দেন যে— ‘বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।’ আর তামিম ইকবালের এমন খবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) এই অভিজ্ঞ ওপেনারকে স্কোয়াডে রাখেনি। নিজেদের পছন্দের এবং চাঁটগাঁইয়া তামিমকে স্কোয়াডে না রাখায় মানবন্ধন করেছে চট্টগ্রামের ক্রিকেট প্রেমিরা। এসময় তারা মানববন্ধনে তামিম ইকবালকে পুনরায় স্কোয়াডে ফিরিয়ে আনার দাবি জানান।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নগরের কাজীর দেউড়ি চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে ‘ক্রিকেট প্রেমী চট্টগ্রামবাসী’ নামে একটি সংগঠন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, ‘তামিমকে ষড়যন্ত্রের মাধ্যমে দল থেকে বাদ দেয়া হয়েছে। কিন্তু দায়ী করা হচ্ছে তামিমের অভিমানকে। বিসিবিতে নীল-নকশা চলছে। মাশরাফি বিন মুর্তজাকে অপমানজনকভাবে বিদায়। মাহমুদউল্লাহ রিয়াদের টেস্ট থেকে সরে দাঁড়ানো। মুশফিক উইকেট কিপিং থেকে সরে দাঁড়ানো এবং সর্বশেষ তামিম ইকবালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না চাওয়ার বিষয়। সবই নীল-নকশার ষড়যন্ত্রের জাল এবং বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করার উপায়। বিশ্ব ক্রিকেটে উড়তে থাকা বাংলাদেশকে দমিয়ে রাখার ষড়যন্ত্র।’

সংগঠনের সভাপতি সৌরভ প্রিয় পাল বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের ওপেনিংয়ে তামিমের বিকল্প নেই। তামিমের বিকল্প তামিমই। আমরা প্রয়োজনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই। প্রধানমন্ত্রী, বিসিবি সভাপতি, কোচ, সিনিয়র ক্রিকেটারদের নিয়ে তামিমের সাথে বসবেন আশা করি। তামিমকে ফিরিয়ে আনবেন। বিসিবির সাথে সিনিয়র ক্রিকেটারদের সাথে চলতে থাকা  মনোমালিন্য, রাগ অভিমান থাকলে তা নিরসন করবেন। বিসিবি তামিমকে নেপালে অনুষ্ঠিতব্য টি-২০ লীগে খেলার অনুমতি দিয়েছে কিন্তু নিজের মাতৃভূমির হয়ে দলে খেলার অনুপ্রেরণা দিচ্ছেন না। আমরা এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি।’

সদস্য সচিব ওমর কাইয়ুম বলেন, ‘তামিমের ক্যারিয়ার ও বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংসের পাঁয়তারা করছে দেশিয় ও বৈশ্বিক ক্রিকেট মাফিয়ারা। আমারা চাই তামিম ফিরে আসুক। আর তামিমের প্রতি অনুরোধ করছি রাগ অভিমান ছেড়ে দেশমাতৃকার টানে টি-২০ বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত বিবেচনা করার। আমরা তামিমকে ছাড়া টি-২০ বিশ্বকাপ মানি না, মানবো না। প্রয়োজনে আমরা আরও কর্মসূচি পালন করবো।’ 

সংগঠনের সভাপতি সৌরভ প্রিয় পালের সভাপতিত্বে ও নিজাম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ওমর কাইয়ুম, নিজাম উদ্দিন চৌধুরী, জাকির হোসেন, মো. মামুন, মিঠুন বৈষ্ণব, মোহাম্মদ বেলাল, হামিদ, জাসেদ খান জাসু, মোহাম্মদ ফরিদ, লিমন চৌধুরী বাপ্পা, গাজী রিফাত, মহিউদ্দিন আবসার, কামরুজ্জামান, মো. জুয়েল, মামুন, ওমর ফারুকসহ চট্টগ্রামের অসংখ্য ক্রীড়া প্রেমি। 

উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার আগে নিজের সিদ্ধান্তের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও জানিয়েছেন তিনি। মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ২০২০ সালের মার্চে তামিম ইকবাল টি-টোয়েন্টি ফরম্যাটের সর্বশেষ ম্যাচ খেলেছেন। সাম্প্রতিক সময়ে তার এমন সিদ্ধান্তে হতাশ হয়েছেন দেশের লাখো ক্রীড়া প্রেমি। হতাশা প্রকাশ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সকলের আশা একটাই, তামিম ইকবালসহ বিসিবি কর্তৃপক্ষ পুনরায় সিদ্ধান্ত বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামের এই আইকন ক্রিকেটার দেশের হয়ে একটি সুন্দর টুর্নামেন্ট খেলবেন।

-সিভয়েস/আইএইচ/এমএম

সর্বশেষ

পাঠকপ্রিয়