Cvoice24.com

পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০৮, ২৯ নভেম্বর ২০২১
পাকিস্তানকে ২০২ রানের টার্গেট দিল বাংলাদেশ

অবশেষে থামল বাংলাদেশের ইনিংস। দুইশ রানের লিড এনে দিলেন লিটন দাস। দলকে একাই টেনে নিয়ে যাচ্ছিলেন লিটন দাস। তবে ৫৬তম ওভারে পর পর দুটো উইকেট নিয়ে পাঁচ উইকেট শিকার করলেন শাহিন শাহ আফ্রিদি।

নুরুল হাসান সোহানের বিদায়ের পর বেশিক্ষণ টেকেননি লিটন। শাহিন শাহ আফ্রিদির চমৎকার ডেলিভারিতে ফিরে গেলেন এলবিডিব্লিউ হয়ে। ৮৯ বলে ৬ চারে ৫৯ রান করেন লিটন। দুই বল পর আবু জায়েদ চৌধুরিকে ফেরান। 

আফ্রিদির শর্ট বল আবু জায়েদের গ্লাভস ছুঁয়ে জমা পড়ে মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে। সঙ্গে ক‍্যারিয়ারে চতুর্থবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেলেন তিনি।

পরের ওভারেই তাইজুলকে আউট করেন সাজিদ খান। ফলে ৫৬.২ ওভারে ১৫৭ রানে অলআউট বাংলাদেশ। অর্থাৎ জয় পেতে ২০২ রান করতে হবে পাকিস্তানকে।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

১ম ইনিংস

বাংলাদেশ: ৩৩০/১০; (সাইফ হাসান ১৪, সাদমান ইসলাম ১৪, মুমিনুল ৬, শান্ত ১৪, লিটন ১১৪, ইয়াসির ৪, মুশফিক ৯১, তাইজুল ১১, রাহী ৮, এবাদত ০ এবং মিরাজ ৩৮*); (আফ্রিদি ২৭-৮-৭০-২, হাসান আলী ২০.৪-৫-৫১-৫, ফাহিফ-১৪-২-৫৪-২, সাজিদ-২৭-৫-৭৯-১, নুমান-২৬-৬-৬২-০)।

পাকিস্তান: ২৮৬/১০; (আবিদ আলী ১৩৩, আব্দুল্লাহ শফিক ৫২, আজহার আলী ০, বাবর আজম ১০, ফাওয়াদ আলম ৮, মোহাম্মদ রিজওয়ান ৫, ফাহিম আশরাফ ৩৮, হাসান আলী ১২, সাজিদ খান ৫, নুমান আলী ৮, আফ্রিদি ১৩*); (রাহী ১২-০-৪১-০, এবাদত-২৬-৭-৪৭-২, তাইজুল ৪৪.৪-৯-১১৬-৭, মিরাজ ৩০-৭-৬৮-১ মুমিনুল ৩-০-১২-০)।

২য় ইনিংস

বাংলাদেশ: ১৫৭/১০; (সাদমান ১, সাইফ ১৮, শান্ত ০, মুমিনুল ০, মুশফিক ১৬, ইয়াসির ৩৬, লিটন ৫৯, মিরাজ ১১, সোহান ১৫, তাইজুল ০, রাহী ০, এবাদত ০*); (শাহিন আফ্রিদি ১৫-৮-৩২-৫, হাসান আলী ১১-০-৫২-২, ফাহিম ৮-৩-১৬-০, নুমান ৯-৩-২৩-০, সাজিদ ১৩.২-১-৩৩-৩)।

পাকিস্তানের সামনে জয়ের লক্ষ্য ২০২ রানের।

সর্বশেষ

পাঠকপ্রিয়