Cvoice24.com

বিপিএল: দ্বিতীয় ম্যাচেও হারলো ঢাকা, চট্টগ্রামের জয়

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৩৯, ২২ জানুয়ারি ২০২২
বিপিএল: দ্বিতীয় ম্যাচেও হারলো ঢাকা, চট্টগ্রামের জয়

দ্বিতীয় ম্যাচেও হারলো ঢাকা, চট্টগ্রামের জয়।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে ৩০ রানের জয় পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২০ ওভার খেলে ১৬১ রান করে চট্টগ্রাম।  জবাবে ঢাকা ১৯.৫ ওভার খেলে ১৩১ রানেই গুটিয়ে যায়। ফলে চট্টগ্রাম পায় ৩০ রানের জয়। 

ঢাকাকে মোটামুটি কম রান টার্গেট দিয়েও চট্টগ্রাম জয় তুলে নেয় স্পিনার নাসুম আহমেদ ও পেসার শরিফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে। নাসুম মাত্র ৯ রান দিয়ে তিনটি ও শরিফুল ৩৪ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন।  

দুই দলই শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে খেলতে নামে। শুক্রবার নিজেদের প্রথম ম্যাচে মিনিস্টার ঢাকা খুলনা টাইগার্সের বিপক্ষে হেরে যায়। অন্যদিকে চট্টগ্রাম শুক্রবার প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হারে। 

তবে শুক্রবার মিনিস্টার ঢাকা খুলনা টাইগার্সের বিপক্ষে ১৮৩ রান করেছিল। ঢাকায় আছে তামিম ইকবাল, মোহাম্মদ শেহজাদ, মাহমুদউল্লাহ রিয়াদ ও আন্দ্রে রাসেলের মতো ব্যাটসম্যানরা। 

ফলে নিজেদের প্রথম ম্যাচেই বড় সংগ্রহ করে তারা। শনিবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ঢাকাকে ১৬২ রানের টার্গেট দেয়ার পর মনে হয়েছিল সহজেই জয় তুলে নেবে ঢাকা। 

তবে একদিন পরই ঢাকা দেখল অন্যচিত্র। দলে দুর্দান্ত ব্যাটসম্যানরা থাকলেও ১৬২ রান তাড়া করে জিততে পারেনি তারা। 

ম্যাচটিতে ঢাকার হয়ে তামিম ইকবাল সর্বোচ্চ ৫২ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান করেন ইসরু উদানা। 

অন্যদিকে চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন উইল জ্যাকস। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন বেনি হাওয়েল। ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট তুলে নেন রুবেল হোসেন। 

সর্বশেষ

পাঠকপ্রিয়