Cvoice24.com

এবার আবুধাবি টি-টোয়েন্টি লিগে দল কিনলেন শাহরুখ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৭:৫৭, ১৩ মে ২০২২
এবার আবুধাবি টি-টোয়েন্টি লিগে দল কিনলেন শাহরুখ

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দিয়ে শুরু বলিউডের কিং খান খ্যাত অভিনেতা শাহরুখ খানের। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ছাড়িয়ে মার্কিন মুল্লুকেও পা বাড়িয়েছেন তিনি। এবার সংযুক্ত আরব আমিরাতের লিগে দল কিনলেন। দলের নাম দিলেন আবুধাবি নাইট রাইডার্স। 

দল কিনে কেকেআরের কর্ণধার শাহরুখ খান একটি বিজ্ঞপ্তিতে দিয়েছেন। সেখানে তিনি বলেন, ‘নাইট রাইডার্স ব্র্যান্ডকে গোটা বিশ্বে ছড়িয়ে দিতে বেশ কয়েক বছর ধরে আমরা চেষ্টা করছি। সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেটের সম্ভাবনার দিকে আমাদের নজর রয়েছে। এ লিগ একদিন সফল হবে।’

ক্রিকেট বিশ্বে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের দু’বারের শিরোপা জয়ী দলটি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তাদের দলের নাম ত্রিনবাগো নাইট রাইডার্স। এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রেও ক্রিকেটে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন কিং খান শাহরুখ।

 শাহরুখ খানের আগে সংযুক্ত আরব আমিরাতের লিগে দল কিনেছে- আদানি গ্রুপ, ক্যাপ্রি গ্লোবাল, ল্যান্সার ক্যাপিটাল (ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা যাদের হাতে), রিলায়েন্স স্ট্র্যাটেজিক বিজনেস ভেঞ্চার্স লিমিটেড (মুম্বাই ইন্ডিয়ান্সের মালিকানাও তাদের হাতে) এবং জিএমআর গ্রুপ (দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার এই সংস্থা)।

 প্রসঙ্গত, ৬টি দলকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগ হবে আইপিএলের ধাঁচেই। যেখানে থাকছে ৩৪টি ম্যাচ। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী বছরের শুরুর দিকে এ টুর্নামেন্ট আয়োজন করা হবে। ফেব্রুয়ারিতে শুরু করে প্রতিযোগিতাটির প্রথম আসর মার্চের মধ্যে শেষ করার কথা আছে। যদিও এমিরেটস ক্রিকেট বোর্ড চলতি বছরই এই লিগ আয়োজনের বিষয়ে আত্মবিশ্বাসী।

সর্বশেষ

পাঠকপ্রিয়