Cvoice24.com

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৮, ১৬ জুন ২০২২
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামছে ‌‘নতুন বাংলাদেশ’। আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।

অ্যান্টিগার নর্থ সাউন্ডে এই টেস্টে টসভাগ্য সহায় হয়নি নতুন করে নেতৃত্ব পাওয়া সাকিবের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ক্যারিবীয়রা। অর্থাৎ বাংলাদেশ প্রথমে ব্যাটিং করবে।

২০১৮ সালের সবশেষ ক্যারিবীয় সফরের টেস্ট সিরিজটি যেনো পুরোপুরি ভুলে যাওয়ার মতোই কাটিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাত্র ৪৩ রানে অলআউট হয়ে গড়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড। দুই ম্যাচেই হারে বড় ব্যবধানে।

তবে অধিনায়ক সাকিবের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজে বড় সাফল্য আছে টাইগারদের। ২০০৯ সালে তুলনামূলক খর্বশক্তির ক্যারিবীয়দের দুই ম্যাচেই উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো শক্তিশালী কোনো দলের বিপক্ষে টেস্ট সিরিজ জেতার স্বাদ পেয়েছিল সাকিবের দল।

Add

সর্বশেষ

পাঠকপ্রিয়