Cvoice24.com

ফিফা র‍্যাংকিং/ আরো চার ধাপ পিছিয়ে ১৯২ নম্বরে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২৩ জুন ২০২২
আরো চার ধাপ পিছিয়ে ১৯২ নম্বরে বাংলাদেশ

ফিফা র‍্যাংকিংয়ে আরও চার ধাপ অবনতি হয়েছে বাংলাদেশের। চলতি মাসে দুই ম্যাচ খেলে দুটোতেই জিতে যথারীতি আছে শীর্ষে ব্রাজিল। দুইয়ে থাকা বেলজিয়াম এক ড্রয়ের বিপরীতে তিন জয় নিয়ে ধরে রেখেছে নিজেদের অবস্থান। দারুণ পারফরম্যান্সের সুবাদে ফিফা র‍্যাংকিংয়ে সেরা তিনে উঠে এসেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর বাংলাদেশের হয়েছে আরও অবনতি। চার ধাপ পিছিয়ে এখন ১৯২ নম্বরে জামাল ভূঁইয়ার দল।

ব্যর্থতার গ্লানিতো ভোগা বাংলাদেশ দল এবারের আন্তর্জাতিক সূচির শুরুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল। এতে কিছুটা আশা জাগলেও শীঘ্রই তা রূপ নেয় হতাশায়। এশিয়ান কাপের বাছাইয়ে তিন ম্যাচের সবকটিতে হেরে যায় লাল-সবুজের দল। 

এর আগে ফেব্রুয়ারিতে ঘোষিত র‍্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১৮৬ নম্বরে। মার্চে নেমে গিয়েছিল ১৮৮তে। এবার ১৯২। এখন র‍্যাংকিং ঘোষণা মানেই যেন বাংলাদেশের জন্য আতঙ্ক।

নতুন কোচের হ্যাভিয়ের ক্যাবরেরার অধীনে বাংলাদেশ ৬ ম্যাচ খেলে একটিও জয় পায়নি। চারটি ম্যাচ হেরে দুটিতে ড্র করেছে মাত্র। তারই নেতিবাচক প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে বাংলাদেশের পরে আছে পাকিস্তান (১৯৬) এবং শ্রীলঙ্কা (২০৭)। একসময় বাংলাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী ভুটান এখন ১৮৬ নম্বরে। নেপালের র‍্যাংকিং ১৭৬। গত কয়েক বছর ধরে ফুটবলে ধারাবাহিক উন্নতি করে যাওয়া ভারত উঠে এসেছে ১০৪ নম্বরে। 

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়