Cvoice24.com

বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেই ‘ব্ল্যাক ডে’ আজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৩:০০, ২১ সেপ্টেম্বর ২০২২
বাংলাদেশের ফুটবল ইতিহাসের সেই ‘ব্ল্যাক ডে’ আজ

ছবি-সংগৃহীত

আজ ২১ সেপ্টেম্বর, বাংলাদেশের ফুটবল ইতিহাসে কালো দিন। ১৯৮২ সালের এই দিনে আবাহনীর ১৪ ফুটবলারকে খেলার মাঠ থেকে কারাগারে যেতে হয়েছিল। পরদিন সকালে কয়েকজনকে ছেড়ে দিলেও চার জন জেল খেটেছিল বিভিন্ন মেয়াদে। 

জানা যায়, ঢাকা লিগের শেষ ম্যাচে আবাহনী-মোহামেডানের খেলায় আবাহনীর অধিনায়ক আনোয়ার হোসেনের করা কর্নার থেকে বল গোললাইন অতিক্রম করে। কিন্তু মোহামেডানের গোলকিপার মোহসিন তা হাত দিয়ে ফিরিয়ে দেন। আবাহনীর খেলোয়াড়রা গোলের দাবি জানালে রেফারি আবদুল আজিজ তা নাকচ করে দেন। এ ঘটনায় উত্তেজিত হয়ে আবাহনীর ফুটবলাররা সহকারী রেফারি মহিউদ্দিন চৌধুরীকে মারধর করেন। মাঠের এ উত্তেজনা ছড়িয়ে পড়ে স্টেডিয়ামের বাইরেও।

স্টেডিয়ামের ভেতর ও বাইরে ভাঙচুর চালায় সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে বেধড়ক লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এর জেরে ওইদিন রাতে আবাহনীর দুই বিদেশি খেলোয়াড় পাকির আলী ও অশোকাসহ ১৪ জন খেলোয়াড়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে রমনা থানা পুলিশ।

ওই সময় জাতীয় ক্রীড়া পরিষদের হোস্টেলে ছিল জাতীয় ফুটবল দলের ক্যাম্প। রাতেই সরকারি সম্পত্তি বিনষ্ট, রেফারি লাঞ্ছিত, জনসম্পত্তি বিনষ্ট ও উসকানিমূলক আচরণের অভিযোগে ক্যাম্পে থাকা আবাহনীর ফুটবলারদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রমনা থানায়।

আবাহনী ক্লাব থেকে গ্রেপ্তার করা হয় দুই বিদেশীকে। পরদিন শ্রীলংকান দূতাবাসের কর্মকর্তারা এসে পাকির আলী ও অশোকাকে ছাড়িয়ে নিয়ে যান। বাকিদের পাঠানো হয় আদালতে।

আদালত কাজী সালাউদ্দিন, গোলাম রব্বানী হেলাল, আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও আনোয়ার হোসেনকে দোষী সাব্যস্ত করে বাকিদের খালাস দেন।

অধিনায়ক আনোয়ার ও হেলালকে ছয় মাস এবং চুন্নু-সালাউদ্দিনকে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়। আনোয়ার ও হেলালকে পাঠানো হয় রাজশাহী কারাগারে এবং চুন্নু ও সালাউদ্দিনের জায়গা হয় যশোর জেলে। তবে সাধারণ ক্ষমতায় ফুটবলাররা ১৭ দিন জেল খেটে মুক্তি পান।

ঘটনাবহুল ওইম্যাচে মোহামেডান ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তাই ফুটবলাঙ্গনে এই দিনটি ‘ব্ল্যাক ডে’ হিসেবেই পরিচিত।

ফুটবলাঙ্গনে এখন আর ওই দিনটি নিয়ে আলোচনা হয় না, কথা বলতে আগ্রহ বোধ করেন না সালাহউদ্দিন, চুন্নু ও হেলালরা।

তবে বিশ্ব ক্রীড়াঙ্গনে আরেকটি ‘ব্ল্যাক’ সেপ্টেম্বর আছে তৎকালীন পশ্চিম জার্মানিতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবারের মতো অলিম্পিক আয়োজনের সুযোগ পায় জার্মানি। ১৯৭২ সালের ৫ সেপ্টেম্বর মিউনিকে সেই অলিম্পিকেই ইসরায়েলি এ্যাথলেটদের ওপর হামলা করে ফিলিস্তিনি গেরিলা গ্রুপের একটি দল। ১১ এ্যাথলেটদের তারা পণবন্দী করলেও ঘটনার সময়েই মারা যান দুজন। পরে জার্মানির কমান্ডোরা পাল্টা হামলায় মেরে ফেলে গেরিলাদের। এ ঘটনার দশ বছর পর বাংলাদেশের ফুটবলে ব্ল্যাক ডে’এর ঘটনা ঘটে।

সর্বশেষ

পাঠকপ্রিয়