Cvoice24.com

বিপিএলে চট্টগ্রামের মালিকানা পেল ‘ডেল্টা স্পোর্টস লিমিটেড’, দল পায়নি সাকিব 

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৮, ২৫ সেপ্টেম্বর ২০২২
বিপিএলে চট্টগ্রামের মালিকানা পেল ‘ডেল্টা স্পোর্টস লিমিটেড’, দল পায়নি সাকিব 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী তিন আসরকে সামনে রেখে দলগুলোর ফ্র্যাঞ্চাইজি তথা মালিকপক্ষ চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে চট্টগ্রামের মালিকানা পেল আকতার গ্রুপের ‘ডেল্টা স্পোর্টস লিমিটেড’। 

এদিকে সাকিবের মোনার্ক মার্ট মালিকানা না পেলেও দল পেয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা। কয়েকজন বন্ধু মিলে ফিউচার স্পোর্টসের মালিকানায় দল গঠন করেছেন তিনি।

রোববার (২৫ সেপ্টেম্বর) আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯ম, ১০ম এবং ১১তম আসরের জন্য ফ্র্যাঞ্চাইজের পাশাপাশি মালিকানা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেছে বিপিএলের গভর্নিং কাউন্সিল। যেখানে মোট ৭টি ফ্র্যাঞ্চাইজি এবং মালিকানা প্রতিষ্ঠানের নাম দেওয়া হয়। 

বিপিএলের মালিকানা পেল যেসব প্রতিষ্ঠান: ফরচুন বরিশাল স্পোর্টস লিমিটেড (বরিশাল), মাইন্ডট্রি লিমিটেড (খুলনা), প্রগতি গ্রীন অটো রাইস মিল লিমিটেড (ঢাকা), ফিউচার স্পোর্টস বাংলাদেশ লিমিটেড (সিলেট), টগি স্পোর্টস লিমিটেড, বসুন্ধরা গ্রুপ (রংপুর), ডেল্টা স্পোর্টস লিমিটেড (চট্টগ্রাম), কুমিল্লা লিজেন্ডস লিমিটেড (কুমিল্লা)।

বিপিএলের আগামী আসর শুরু হওয়ার কথা ২০২৩ সালের ৩ জানুয়ারি। পরের দুই আসরেও মালিকানায় থাকবে এই প্রতিষ্ঠানগুলো

সর্বশেষ

পাঠকপ্রিয়