Cvoice24.com

সেই হাথুরুসিংহেই আস্থা বিসিবির  

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৭:৩৩, ৩১ জানুয়ারি ২০২৩
সেই হাথুরুসিংহেই আস্থা বিসিবির  

কে হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের কোচ? সেই গুঞ্জনে সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে এগিয়েছিলেন বেশ কিছুদিন ধরেই। অবশেষে সেই গুঞ্জনই সত্য হতে যাচ্ছে। 

আজ বিসিবির একটি সূত্র নিশ্চিত করে জানায়, ‘হাথুরুসিংহের জাতীয় দলের কোচ হওয়ার বিষয়টি মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে গেছে। এবারের জন্য দুই বছরের চুক্তিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন সাবেক এই লঙ্কান কোচ।’

বাংলাদেশের দায়িত্ব নেওয়ার আগে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন হাথুরুসিংহে। তবে তাঁর সেই দায়িত্ব ছেড়ে দেওয়ার খবরটিও আজ জানিয়েছে নিউ সাউথ ওয়েলস।

দুই ধাপে সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্বে ছিলেন এই শ্রীলঙ্কান। প্রথম ধাপে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত। এরপর বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। পরে  নিজ দেশ শ্রীলঙ্কার কোচও ছিলেন। দায়িত্ব ছেড়ে এরপর তিনি ২০২০ সালে আবার সেই নিউ সাউথ ওয়েলসে ফিরে যান।

সর্বশেষ

পাঠকপ্রিয়