Cvoice24.com

প্যারিস অলিম্পিক বয়কট করার ইঙ্গিত ৪০ দেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৩
প্যারিস অলিম্পিক বয়কট করার ইঙ্গিত ৪০ দেশের

রুশদের খেলতে দেওয়া হলে বিশ্বের ৪০টির মতো দেশ ২০২৪ প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে মন্তব্য করেছেন পোল্যান্ডের পর্যটন মন্ত্রী কামিল বোর্তনিচক।

প্যারিসে রুশ দলের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এমন ইঙ্গিত দেওয়ার পর এমন প্রতিক্রিয়া জানান কামিল বোর্তনিচক। ইতিমধ্যে এই ধরনের ভাবনার তীব্র বিরোধিতা করেছে পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া।

ইউক্রেন এর মধ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে, রাশিয়াকে অলিম্পিকে অংশগ্রহণ করতে দেয়া হলে সে ক্ষেত্রে গেমস বয়কট করবে দেশটি। 

এদিকে এই ধরনের আবহ সৃষ্টি হওয়ায় আইওসিও মন্তব্য করেছে। সংস্থাটি জানিয়েছে, বয়কট হলে কিন্তু ক্ষতিটা হবে খেলোয়াড়দের, অন্য কারও নয়। 

পোলিশ মন্ত্রীর বক্তব্য, আইওসি সত্যিই এমন কিছু করলে অন্তত ৪০টি দেশ জোট বাঁধবেই। তার মধ্যে থাকতে পারে গ্রেট ব্রিটেন, আমেরিকা এবং কানাডা। আশা করব, শেষপর্যন্ত এই ধরনের সিদ্ধান্ত নেবে না খেলাধুলোর নিয়ামক সংস্থা। কিন্তু তার পরেও যদি রুশদের খেলতে দেওয়া হয়, বয়কট হবেই। আমরাও তাতে থাকব। দেখা যাবে সে ক্ষেত্রে অলিম্পিকই গুরুত্বহীন হয়ে পড়বে। 

রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের অলিম্পিকে নামতে দেওয়ার রাস্তা বের করার চেষ্টা করছে, গত সপ্তাহে জানিয়েছিল আইওসি। 

সর্বশেষ

পাঠকপ্রিয়