Cvoice24.com

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই ফিরলেন তামিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৫, ১৮ মার্চ ২০২৩
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, শুরুতেই ফিরলেন তামিম

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে শুরুতেই তামিমের উইকেট হারায় টাইগাররা। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশ এক  উইকেটে সাত ওভার শেষে ৩৪ রান সংগ্রহ করেছে। 

শনিবার (১৮ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় দুপুর ২টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে টি স্পোর্টস। 

টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দিয়েও শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে দলীয় ১৫ রানে সাজঘরে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। 

৯ বলে ৩ রান করে মার্ক অ্যাডায়ার বলে স্লিপে দাঁড়িয়ে থাকা পল স্টার্লিংয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তামিম। তামিমের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। 

২০০৮ সালের পর দ্বিপক্ষীয় সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড। পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ১০ ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও আয়ারল্যান্ড। এরমধ্যে সাতটি জিতেছে বাংলাদেশ এবং মাত্র দু’টিতে জয় পায় আয়ারল্যান্ড। বাকী ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, ইয়াসির আলী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন ও নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, অ্যান্ড্রু বলবির্নি (অধিনায়ক), স্টেফেন ডোহেনি, হ্যারি টেক্টর, গ্যারেথ ডেলানি, লরকান টাকার, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন,  কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম। 

সর্বশেষ

পাঠকপ্রিয়