Cvoice24.com

তৃতীয় ও শেষ ওয়ানডে/
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মিরাজ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:০২, ২৩ মার্চ ২০২৩
টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ফিরেছেন মিরাজ

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টসে হেরে গেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য জিতে ব্যাট করছে আইরিশরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এক উইকেট হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে সফরকারীরা। উইকেট নিয়েছেন টাইগার বোলার হাসান মাহমুদ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) ম্যাচটি শুরু হয়েছে দুপুর আড়াইটায়। আর এটি সরাসরি সম্প্রচার করছে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে নিজেদের ইতিহাসের সর্বোচ্চ ৩৩৮ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। সাকিব আল হাসান ৯৩ ও তৌহিদ হৃদয় করেন ৯২ রান। জবাবে ১৫৫ রানেই ঘুটিয়ে যায় আয়ারল্যান্ড। ৪ উইকেট শিকার করেন এবাদত হোসেন। আইরিশদের বিপক্ষে রেকর্ড ১৮৩ রানের বড় জয় পায় স্বাগতিকরা। 

সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নেমে দ্বিতীয় ওয়ানডেতেও দাপট অব্যাহত থাকে ব্যাটারদের। লক্ষ্য স্পর্শ করতে ব্যাট হাতে যা করার সবটাই করে টিম টাইগার্স। মুশফিকুর রহিমের দ্রুততম সেঞ্চুরিতে (৬০ বলে ১০০) আগের ম্যাচের রেকর্ড ভেঙে ৩৪৯ রান নিয়ে দলীয় সর্বোচ্চ ওয়ানডে সংগ্রহ পায় বাংলাদেশ। তা ছাড়া নাজমুল হোসেন শান্ত ৭৩ ও লিটন দাস করেন ৭০ রান; হৃদয়ের ব্যাটে আসে ৪৯ রান। কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত ভেস্তে যায় বৃষ্টিতে।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন আছে। ইয়াসির আলী রাব্বি বাদ পড়েছেন। চোখে আঘাত নিয়ে মাঠের বাইরে থাকা মেহেদী হাসান মিরাজকে ফেরানো হয়েছে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটকিপার), সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তৌহিদ হৃদয়, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ।

সর্বশেষ

পাঠকপ্রিয়