Cvoice24.com

রিয়ালকে উড়িয়ে ফাইনালে ম্যানসিটি

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:২২, ১৮ মে ২০২৩
রিয়ালকে উড়িয়ে ফাইনালে ম্যানসিটি

রিয়াল মাদ্রিদকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। বুধবার (১৭ মে) ইত্তিহাদ স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার সিটির কাছে পাত্তাই পায়নি রিয়াল মাদ্রিদ। ৪-০ গোলে জয় পেয়েছে ম্যানসিটি। প্রথম লেগে ১-১ গোলে ড্র। সেমির দুই লেগে ৫-১ ব্যবধানে রিয়ালকে হারিয়ে এখন ফাইনালে ম্যানসিটি। ১০ জুন ইস্তাম্বুলে ইন্টার মিলানকে হারাতে পারলেই স্বপ্ন পূরণ হবে সিটিজেনদের।

অন্যদিকে আগের আসরের বার বার পিছিয়ে পড়ে ফিরে আসার কাব্য লিখেছিলো রিয়াল মাদ্রিদ। তবে এবার আর পুনরাবৃত্তি করতে পারলো না লস ব্লাঙ্কোরা। 

বুধবার ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ সাজাতে থাকে ম্যান সিটি। ম্যাচের ২৭ মিনিটে ডি ব্রুইনার পাস থেকে ডি-বক্সের ভেতর বল পেয়ে বল জালে জড়ান সিলভা। এর ১০ মিনিট পর ফের রিয়ালের জালে বল জড়ান সিলভা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যান সিটি।

বিরতি থেকে ফিরে একাধিক আক্রমণ করে ম্যান সিটি। তবে তা আটকে দেয় রিয়াল ডিফেন্ডাররা। তবে ম্যাচ শেষের ১৪ মিনিট আগে তৃতীয় গোল হজম করে ম্যাচ থেকে একেবারে ছিটকে যায় কার্লো আনচেলত্তির শীষ্যরা। আর ৮৯ মিনিটে মাঠে নেমে অতিরিক্ত সময়ে গোল করেন বিশ্বকাপ জয়ী আলভারেজ। তার গোলে হালি পূরণ করে ম্যান সিটি। শেষ পর্যন্ত ৪-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয় ১৪ বারের চ্যাম্পিয়নদের। 

এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ- এই তিনটি শিরোপার একেবারে দ্বারপ্রান্তে দাঁড়িয়ে রয়েছে ম্যানসিটি। আর এই তিনটি শিরোপা জিতলে ১৯৯৯ সালের পর ২৪ বছর বাদে কোনো ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ট্রেবল জয়ের গৌরব অর্জন করবে।

সর্বশেষ

পাঠকপ্রিয়