Cvoice24.com

পেসার রুবেলের বাবা আর নেই

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১২:২০, ১৭ সেপ্টেম্বর ২০২৩
পেসার রুবেলের বাবা আর নেই

বাবা হারিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন। রোববার সকালে বাবা সিদ্দিকুর রহমানের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে নিশ্চিত করেছেন এ পেসার।

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে থাকা রুবেল ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার বাবা আর নেই… সবাই আমার বাবার জন্য দোয়া কইরেন। ’

অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন রুবেলের বাবা। আগেও তিনি তার অসুস্থতার খবর জানিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন। প্রায়ই বাবার সঙ্গে ছবি দিয়ে আবেগঘন পোস্ট করতেন রুবেল।  

২০০৯ সালে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয় এই পেসারের। এরপর ২৭ টেস্ট, ১০৪ ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৩৬, ওয়ানডেতে ১২৯ ও টি-টোয়েন্টিতে তার শিকার ২৮টি। বাংলাদেশের বহু বড় জয়ের সাক্ষীও হয়েছেন তিনি।

nagad

সর্বশেষ

পাঠকপ্রিয়