Cvoice24.com

ঢাকায় ৪০ মাদক মামলায় ধরলো ৫৪জন

সিভয়েস ডেস্ক

প্রকাশিত: ১১:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২৩
ঢাকায় ৪০ মাদক মামলায় ধরলো ৫৪জন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাদক বিরোধী অভিযানে  বিক্রি ও সেবনের অপরাধে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, অভিযুক্তদের কাছ থেকে ২ হাজার ৪২২টি ইয়াবা ট্যাবলেট, ২৫০.৪ গ্রাম হেরোইন, ৪ কেজি ৩০০ গ্রামের ৮০ পুরিয়া গাঁজা ও  ১০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪০টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।  

সর্বশেষ

পাঠকপ্রিয়

: