কোপা মিশন শুরুর আগে ইকুয়েডরকে হারাল আর্জেন্টিনা
সিভয়েস২৪ ডেস্ক
কোপা আমেরিকার আসরকে সামনে রেখে দুই প্রীতি ম্যাচের প্রথমটিতে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে নেমেছিল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটিতে জ্বলে উঠতে পারেননি তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে ডি মারিয়ার কল্যাণে জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। সোমবার (১০ জুন) ভোরে শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলতে নেমে ডি মারিয়ার একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা।
এই প্রীতি ম্যাচটি ছিল লিওনেল মেসির ফেরার ম্যাচও। কারণ এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে চোটের ফলে খেলা হয়নি তার। এই ম্যাচে যে খেলবেন মেসি, সেই নিশ্চয়তা আগেই দিয়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। যদিও ম্যাচের শুরুতে নামানো হয়নি মেসিকে।
৪-৩-৩ ক্ল্যাসিক ফরমেশনে ম্যাচ শুরু করে আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটে একটি সুযোগও তৈরি করে আর্জেন্টিনা। যদিও সেই প্রচেষ্টায় সাফল্য মেলেনি। একের পর এক আক্রমণের পর ম্যাচের ৪০তম মিনিটে সাফল্য পায় আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের কাছ থেকে বল পেয়ে ক্রিস্টিয়ান রোমেরো বাড়িয়ে দেন ডি মারিয়াকে। দুর্দান্ত ফিনিশিংয়ে বল জালে পাঠিয়ে আর্জেন্টিনাকে এগিয়ে নেন তিনি।
ম্যাচের ৪৪তম মিনিটে দ্বিতীয় গোলটিও প্রায় পেয়ে গিয়েছিলেন এ আর্জেন্টাইন তারকা। তবে ফ্রি-কিকে তার শট অল্পের জন্য জালের ঠিকানা খুঁজে নিতে ব্যর্থ হয়। এরপর ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবিসেলেস্তারা। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে মাঠে নামেন সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি। হর্ষধ্বনির মধ্যেই ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মাঠে নেমেই মেসি চেষ্টা করেন নিজের ছাপ রাখতে। যদিও শেষে পর্যন্ত গোলের দেখা পাননি আর্জেন্টাইন তারকা। শেষ পর্যন্ত এক গোলের লিড ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। আগামী ১৫ জুন গুয়েতেমালার বিপক্ষে পরের ম্যাচ খেলবে আর্জেন্টিনা।