অলিম্পিক ফুটবল
কোয়ার্টারে আর্জেন্টিনা মরক্কো মিশর স্পেন
সিভয়েস২৪ ডেস্ক

ইউক্রেনকে হারিয়ে প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে পা রাখলো আর্জেন্টিনা। মঙ্গলবার (৩০ রাতে) থিয়েগো আলমাদা ও ক্লদিও এচিভেরির গোলে ২-০ ব্যবধানে জয় পায় তারা। এর ফলে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে উঠে হাভিয়ের মাশ্চেরানোর দল। ‘বি’ এই গ্রুপের আরেক ম্যাচে ৩–০ গোলে ইরাককে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরক্কো।
লিঁও’র গ্রুপামা স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই দাপট দেখালেও গোলের জন্য দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে আর্জেন্টিনাকে। দুটি গোলই আসে বিরতির পর। ৪৭ মিনিটে ডেডলক ভাঙেন থিয়াগো আলমাদা। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ডকে বল বাড়ান ক্রিস্টিয়ান মেদিনা, বক্সের বাইরে থেকে জোরালো শটে ডানপ্রান্ত দিয়ে বল জালে জড়ান তিনি। ইনজুরি সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাদিও এচেভেরি।
প্রসঙ্গত, প্রথম ম্যাচের হারে কিছুটা ব্যাকফুটে ছিল আর্জেন্টিনা, দ্বিতীয় ম্যাচে ইরাককে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাশ্চেরানোর দলটি। ফলে অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠতে হলে গ্রুপপর্বের শেষ ম্যাচে ড্র–ই যথেষ্ট, এমন সমীকরণ নিয়ে আলবিসেলেস্তেরা মাঠে নামে। তার চেয়েও বড় ফল পেয়েছেন হুলিয়ান আলভারেজরা।
এদিকে ‘সি’ গ্রুপের ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছে মিসর। তবে দুই দলই উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। ৭ পয়েন্ট নিয়ে মিশর গ্রুপ চ্যাম্পিয়ন, ৬ পয়েন্ট নিয়ে রানার্সআপ স্পেন।
খেলাধুলা সব খবর