কানাডা টি-টোয়েন্টিতে বাংলা টাইগার্সের বড় হার
সিভয়েস২৪ ডেস্ক
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে বড় হারের লজ্জা পেয়েছে বাংলা টাইগার্স মিসিসাগার। শনিবার (৩ আগস্ট) লিগ পর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ব্রাম্পটন উলভসের কাছে ৮ উইকেটে হেরেছে দলটি। আগে ব্যাট করতে নামা বাংলা টাইগার্স দলের ১৩ ওভারে ৭৯ রানের লক্ষ্য বিনা উইকেটে টপকে যায় ব্রাম্পটন উলভস। ম্যাচে ব্যর্থতার পরিচয় দেন দুই বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।
৮০ রানের সহজ লক্ষ্য ৫২ বল বাকি রেখেই ডিঙিয়ে যায় ব্রাম্পটন উলভস। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন অধিনায়ক অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
এর আগে ব্রাম্পটনে টস হেরে ব্যাট করতে নেমে ১৩ রান তুলতেই ৫ উইকেট হারায় বাংলা টাইগার্স। তিনে নেমে ৪ রান করেন সাকিব।
টপ-অর্ডারের ব্যর্থতার পর মিডল অর্ডারে পাকিস্তানের ইফতিখার আহমেদ ও ডেভিড ওয়াইস দুই অংকের দেখা পান। ইফতিখার ১৯ ও ওয়াইস ১০ রানে আউট হন। শেষ ব্যাটার হিসেবে ৪ বল খেলে ২টি চারের মারে দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১২ রান করেন শরিফুল।
এ হারে ৫ ম্যাচে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে রয়েছে বাংলা টাইগার্স।