Cvoice24.com

দ্বিতীয় টেস্ট জিততে ১৪৩ রান প্রয়োজন বাংলাদেশের

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:৩০, ২ সেপ্টেম্বর ২০২৪
দ্বিতীয় টেস্ট জিততে ১৪৩ রান প্রয়োজন বাংলাদেশের

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। সেই সুবাদে সিরিজের ম্যাচটি জিততে ১৮৫ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে ৭ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে বিনা উইকেটে ৪২ রান। এর পর বাংলাদেশের বাধা হয়ে দাঁড়ায় মেঘ। আলোক স্বল্পতার কারণে আপাতত খেলা বন্ধ রেখেছেন আম্পায়াররা। জিততে হলে বাংলাদেশের আরো প্রয়োজন ১৪৩ রান। হাতে আছে ১০ উইকেট এবং মঙ্গলবার সারা দিন। 

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) ২ উইকেট হারিয়ে ৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। আগের  দিনের অপরাজিত ব্যাটার সাইম আইয়ুবের সাথে জুটি গড়ে ভালোই প্রতিরোধ গড়েছিলেন শান মাসুদ। কিন্তু ৩৫ বলে ২০ রান করা আইয়ুবকে ফিরিয়ে ৩৮ রানের জুটি ভাঙেন তাসকিন আহমেদ।

পুরো সিরিজ জুড়ে গতি দিয়ে পাকিস্তানি ব্যাটারদের পরীক্ষা নেওয়া নাহিদ রানার শিকার হয়ে ফিরেছেন বাবর আজম। অফ স্ট্যাম্পের বাইরে দারুণ লেংথে বল করে ডানহাতি এ ব্যাটারকে স্লিপে ক্যাচ দিতে বাধ্য করেছেন নাহিদ। পরের বলেও উইকেট পেতে পারতেন এ স্পিড স্টার। তবে স্লিপে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচ ছাড়েন সাদমান ইসলাম।

এরপর সৌদ শাকিলকে ফিরিয়ে বাংলাদেশকে স্বপ্ন দেখানো শুরু করেন নাহিদ। তবে শূন্য রানে জীবন পাওয়া রিজওয়ান ভোগাচ্ছিলেন টাইগার বোলারদের। দারুণ ব্যাটিং করে ছুটছিলেন ফিফটির দিকে। তবে তার আগেই রিজওয়ানকে থামিয়েছেন হাসান। উইকেটের পেছনে লিটন কুমার দাশের হাতে ক্যাচ দিতে বাধ্য করেছেন টাইগার এ পেসার। পরের বলেই মোহাম্মদ আলীকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন হাসান। তবে সেটি হয়নি।

সালমান আলী আগা প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের হাল ধরেছেন। তবে তাকে যোগ্য সঙ্গ দিতে পারেনি লোয়ার অর্ডারের ব্যাটাররা। শেষ পর্যন্ত ৪৭ রানে অপরাজিত ছিলেন তিনি।

৪৩ রানে ৫ উইকেটে নিয়ে বাংলাদেশের সফল বোলার হাসান। ৪৪ রানে ৪ উইকেট নিয়ে চতুর্থ দিনে ঝাঁজালো পারফরম্যান্স দেখান নাহিদ। তাসকিনের নামের পাশে উইকেট সংখ্যা ১টি।

এর আগে প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের বিপরীতে বাংলাদেশ করেছিল ২৬২ রান।

প্রথম টেস্ট জেতায় সিরিজে ১-০ তে এগিয়ে আছে বাংলাদেশ। এই ম্যাচ অন্তত ড্র হলেও সিরিজ জিতবে টাইগাররা।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: