Cvoice24.com

একই সঙ্গে খেলা-রাজনীতি, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২২:০১, ৬ সেপ্টেম্বর ২০২৪
একই সঙ্গে খেলা-রাজনীতি, যা বললেন ক্রীড়া উপদেষ্টা

ক্রীড়াবিদদের একই সঙ্গে খেলা ও রাজনীতি চালিয়ে যাওয়া ঠিক নয় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। 

আসিফ মাহমুদ বলেন, ‘আমার মনে হয় অবসরের পর কেউ রাজনীতিতে যোগ দিতে চাইলে দিতে পারে, তবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় এমনটা করা (রাজনীতি) উচিত নয়। এসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়। আমি এটা নিয়ে আগেও বলেছি।’

একই সঙ্গে রাজনীতিতে যোগদানের পাশাপাশি বিজ্ঞাপন এবং ব্যবসায় কোন প্রক্রিয়ায় ক্রিকেটাররা জড়াতে পারবেন- সেই ব্যাপারেও বিসিবির সুনির্দিষ্ট নীতিমালা প্রনয়নের দাবি জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, ‘কিছু বিজ্ঞাপন আছে যা আইন এবং মানুষের বিপক্ষে যায়। ক্রিকেটারদের ব্যবসা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে যে তারা কী করতে পারে বা কী না করতে পারে। ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার (এন্ডোর্সমেন্ট) অভিযোগ আছে, বাংলাদেশি ক্রিকেটারদের নামেও আছে। তাই আমি মনে করি এটা নিয়ে একটা নীতিমালা থাকা উচিত। বিসিবি এটা ঠিক করতে পারবে।’

প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় দলের অধিনায়ক থাকাকালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মাশরাফি বিন মুর্তজা। এরপর ২০২৪ সালে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে খেলা অবস্থায় রাজনীতিতে যোগ দেওয়ায় অনেক সমালোচনার জন্ম দিয়েছেন এই দুই ক্রিকেটার। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: