রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল
সিভয়েস২৪ ডেস্ক
রদ্রিগোর কল্যাণে চার ম্যাচ পর জয়ে ফিরেছে ব্রাজিল। তার একমাত্র গোলেই লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে জয় পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তার একমাত্র গোলেই ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের লাতিন আমেরিকা অঞ্চলের ম্যাচে ইকুয়েডরকে হারায় ব্রাজিল।
এদিন মাঠে নামার ৩০তম মিনিটে জালের দেখা পান রদ্রিগো। লুকাস পাকেতা বল পেয়ে পাস বাড়ান রদ্রিগোকে। বল নিয়েই উল্টো দিকে ঘুরে ইকুয়েডরের এক ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। ইকুয়েডরের এক ডিফেন্ডারের গায়ে লেগে বলের গতিপথ খানিকটা পরিবর্তন হয়ে বারে লেগে বল ঢুকে যায় প্রতিপক্ষের জালে।
ছয় মিনিট পর একটুর জন্য দ্বিগুণ হয়নি ব্যবধান। ডি বক্সের বাইরের থেকে ভিনি জুনিয়রের চিপ অল্পের জন্য নাগালে পাননি ছুটে যাওয়া রদ্রিগো। বলও বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে।
যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল ইকুয়েডর। ব্রাজিলের তিন খেলোয়াড়ের ঘের থেকে বল পায়ে বেরিয়ে যান কেভিন রদ্রিগেস। অনেকটা এগিয়ে গিয়ে ডি বক্সের মাথায় তিনি খুঁজে নেন কেইসেদোকে। চেলসি মিডফিল্ডারের প্রথম শট ফেরান ব্রাজিল গোলরক্ষক আলিসন। ফিরতি শট গোললাইন থেকে ফিরিয়ে দেন গাব্রিয়েল মাগালিয়াইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠে ম্যাচ। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দলই।
৭ ম্যাচে তৃতীয় এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে উঠে এলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেল ইকুয়ডের। ১৮ পয়েন্ট নিয়ে চূড়ায় আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।