Cvoice24.com

পুঁচকে প্যারাগুয়ের কাছে হেরে শঙ্কায় ব্রাজিল

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৪:১৪, ১১ সেপ্টেম্বর ২০২৪
পুঁচকে প্যারাগুয়ের কাছে হেরে শঙ্কায় ব্রাজিল

২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বেই খাবি খাচ্ছে তারকাবহুল দল ব্রাজিল। শক্তির বিচারে বেশ পিছিয়ে থাকা প্যারাগুয়ের কাছে হেরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে সফরকারী ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।

শুরুতে বেশ দাপটের সাথে ম্যাচ শুরু করে সেলেসাওরা। তবে, ফরোয়ার্ডদের ব্যর্থতায় কাঙ্খিত গোলের দেখা মেলেনি সেলেসাওদের। উল্টো ২০ মিনিটে, গোল খেয়ে বসে ব্রাজিল। ডিয়েগো গোমেজের দুর্দান্ত এক গোলে লিড পেয়ে যায় প্যারাগুয়ে। ব্রাজিল রক্ষণভাগের দূর্বলতা কাজে লাগিয়ে দূরপাল্লার শটে একমাত্র জয়সূচক গোলটি তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হলেও হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে সফরকারী ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, এন্ড্রিক আর রদ্রিগোকে নিয়ে প্যারাগুয়ে বিপক্ষে আক্রমণভাগ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ দোরিভাল। পুরো দলেই ছিল না তারকার অভাব। কিন্তু এরপরেও ব্রাজিলের ফরোয়ার্ডদের কোন আক্রমণ সফল হতে দেয়নি প্যারাগুয়ের ডিফেন্স।

ফলে বিশ্বকাপ বাছাইয়ের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হার দেখেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এখন পর্যন্ত বাছাইপর্বে মোট ৮ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জয় দেখেছে ব্রাজিল, একটিতে ড্র। ১০ দলের বাছাইয়ে তাদের অবস্থান এই মুহূর্তে পাঁচ নম্বরে। পরিসংখ্যান বলছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাইয়ে এতটা খারাপ শুরু আগে কখনও হয়নি ব্রাজিলের।

যদিও কাগজে কলমে এখনও ব্রাজিলের বিশ্বকাপে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়নি। তবে, মাঠে যে সময়টা কাটছে ব্রাজিলের তাতে কোচ দরিভালের ফাইনাল খেলার আত্মবিশ্বাসে ধাক্কা নিশ্চিতভাবেই লাগার কথা। তাছাড়া সামনের ম্যাচেও ব্রাজিলকে দিতে হবে কঠিন পরীক্ষা। আগামী ১১ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়নরা। ওই ম্যাচটিতে জিততে পারলে প্রথম চক্রে সর্বোচ্চ ১৩ পয়েন্ট তুলতে পারবে দলটি। কিন্তু চিলির বিপক্ষে যে সেটা সহজ হবে না সেটা বলার অপেক্ষা রাখে না।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: