Cvoice24.com

পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮, ১১ সেপ্টেম্বর ২০২৪
পদত্যাগ করেছেন খালেদ মাহমুদ সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন পদত্যাগ করেছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) বোর্ডে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। 

বিসিবির একটি সূত্র সুজনের দায়িত্ব ছাড়ার খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। তাৎক্ষণিকভাবে তার পদত্যাগের কারণ জানা যায়নি।

গত ২১ আগস্ট বিসিবি সভাপতির দায়িত্ব ছাড়েন নাজমুল হাসান পাপন। ২০১২ সাল থেকে এই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। ২০১২ সাল থেকেই পাপনের বোর্ডে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব পালন করে আসছেন সুজন। এর মধ্যে গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্বও আছে। ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 

এছাড়া বিসিবি পরিচালক পদের পাশাপাশি জাতীয় দলের টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালিন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন সুজন। এছাড়া ক্রিকেট ক্লাব আবাহনী ও বিপিএলে ঢাকার ক্লাবকে কোচিং করিয়েছেন সুজন। তৃণমূল থেকে ক্রিকেটার উঠিয়ে আনতেও জুড়ি মেলা ভার এই তারকার। 

 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: