৬২ দিন পর মাঠে ফিরেই মেসির রেকর্ড
সিভয়েস২৪ ডেস্ক
৬২ দিন পর মাঠে ফিরেই অনন্য এক রেকর্ড গড়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মেজর লিগ সকারে ঘরের মাঠে প্রতিপক্ষ ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তার দল মায়ামি। ম্যাচটিতে জোড়া গোল ও এক অ্যাসিস্ট করেছেন স্বয়ং মেসি। এই নিয়ে লিগটিতে তিনি ১৫ গোল ও ১৫ অ্যাসিস্ট করে ফেলেছেন ইতোমধ্যে, যা এমএলএসের ইতিহাসে সবচেয়ে দ্রুততম। সমান সংখ্যক গোলের রেকর্ড গড়া সেবাস্তিয়ান জিওভিনকোর লেগেছিল ২৯ ম্যাচ।
খেলার তিন মিনিটেই মিকায়েল উরে’র গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তবে ২৬ মিনিটে ইন্টার মায়ামিকে সমতায় ফেরান মেসি। লুইস সুয়ারেজের কাছ থেকে বল পেয়ে স্কোর শিটে নিজের নাম তোলেন এলএমটেন। এই গোলের ঠিক ৪ মিনিট পর অর্থাৎ ৩০ মিনিটে এক স্পর্শে ব্যবধান ২-১ করেন মেসি। জর্দি আলবার অ্যাসিস্ট থেকে গোল আদায় করে নেন মেসি।
ম্যাচের শেষের দিকে ফিলাডেলফিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে মায়ামিকে ৩-১ ব্যবধানের জয় এনে দেন লুইস সুয়ারেজ। যোগ করা সময়ে মেসির বাড়ানো পাসে গোলটি করেন উরুগুইয়ান তারকা।
এ বড় জয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে দুইয়ে থাকা এফসি সিনসিনাতির সঙ্গে ব্যবধান বাড়ায় ১০ পয়েন্টের। চলতি মৌসুমে লিগে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্রয়ে মায়ামির পয়েন্ট ৬২।
এর আগে গত ১৫ জুলাই, কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোটের কারণে মাঠ থেকে ছিটকে যান লিওনেল মেসি।