Cvoice24.com

টানা তিন জয়ে সিরিজ টাইগ্রেসদের

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৫, ১৫ সেপ্টেম্বর ২০২৪
টানা তিন জয়ে সিরিজ টাইগ্রেসদের

শ্রীলঙ্কায় টানা তিন ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। রবিবার (১৫ সেপ্টেম্বর) সিরিজের পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয়টিতে শ্রীলঙ্কার বিপক্ষে ১০ রানে জয় পেয়েছে রাবেয়া খানের দল। 

ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে মাত্র ৯৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। এদিন ভালো শুরু পায়নি বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৬ রানের ইনিংস খেলেছেন সাথী রানী। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার নিগার সুলতানা জ্যোতি ১২ ও রিতু মনি ২৫ রানে অপরাজিত ছিলেন। টাইগ্রেস ব্যাটারদের মধ্যে আর কারও ইনিংস দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মালশা শেহানি।

লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে টাইগ্রেসদের বোলিং তোপে ২৮ রান তুলতেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। এই বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষে পর্যন্ত ৮ উইকেটে ৮৭ রানে থামে লঙ্কানদের ইনিংস। উইকেটরক্ষক ব্যাটার কৌশিনী নুথিয়াঙ্গা দলের হয়ে ২১ রান করে। আর ২২ রান এসেছে নিক্ষানা সান্দামিনির ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন মারুফা আক্তার, নাহিদা আক্তার ও রাবেয়া খান। একটি করে উইকেট নেন সুলতানা খাতুন ও ও ফাহিমা খাতুন।

প্রসঙ্গত, আর কদিন পরেই নারী বিশ্বকাপে খেলতে যাবে বাংলাদেশ দল। এর আগে ‘এ’ দলের মোড়কে শ্রীলঙ্কা সফর করছে বাংলাদেশের মেয়েরা। 
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: