Cvoice24.com

যে শর্তে সাকিবকে সংবর্ধনা দিতে চায় ভারত

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৩:০৪, ১ অক্টোবর ২০২৪
যে শর্তে সাকিবকে সংবর্ধনা দিতে চায় ভারত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ভারতের কানপুরে শেষ টেস্ট খেলছেন কি-না; তা জানালে আয়োজন করে এই কিংবদন্তিকে বিদায় জানাতে চায় ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড (বিসিসিআই)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কানপুরে ভারত এবং বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রস্তাবই দিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। 

তিনি জানান, সাকিব স্পষ্ট বার্তা দিলে তারা কানপুরেই তার জন্য বিদায়ী অনুষ্ঠান করতে চান। আর সেজন্য সময় বাকি আছে কেবল আজকের দিনটাই। চলমান টেস্টে আজই শেষ হচ্ছে। আর সাকিব দেশে না এলে আজকেই টেস্ট ক্যারিয়ারে সাকিবের শেষদিন।

শুক্লা বলেন, ‘এ ব্যাপারে (অবসর) সাকিব আমাদের এখনও সেভাবে কিছুই জানায়নি। সে জানালে আমরা অবশ্যই এই বিষয়টি (বিদায়ী আয়োজন) নিয়ে চিন্তা করব। আমরা ভেবেছিলাম সে দেশের মাটি থেকে বিদায় নেবে। কারণ তাদের পরের সিরিজটি সেখানে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)’।

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আছেন তামিম ইকবাল। এ ব্যাপারে বিসিসিআইয়ের এই কর্তা বলেন, ‘গতকাল তামিম ইকবালও আমাকে এটাই বলছিল। সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে। এবং বাংলাদেশে না যায় তাহলে তাকে আমাদের জানাতে হবে। আনুষ্ঠানিকভাবে আমরা জানলে আমরা কোনো কিছু পরিকল্পনা করতে পারব না।’

সর্বশেষ

পাঠকপ্রিয়

: