Cvoice24.com

সাকিব লিটন ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ২১:২৪, ১ নভেম্বর ২০২৪
সাকিব লিটন ছাড়াই আফগানিস্তান সিরিজের দল ঘোষণা

আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করা হয়েছে। তাতে আবারও বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন নাসুম। নভেম্বরের প্রথম সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ১৫ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছে তাকে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৩ সালে ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন বাঁহাতি এই স্পিনার। পরবর্তীতে সামনে আসে চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে তার অপ্রীতিকর ঘটনা। সবশেষ দুই ওয়ানডে সিরিজের একটিতেও দলে ছিলেন না নাসুম। সিলেটের স্পিনারের ঘটনার জেরে কদিন আগে বাংলাদেশের প্রধান কোচের চাকরি হারিয়েছেন হাথুরুসিংহে। লঙ্কান কোচ বিদায় নেয়ার পর এবার আফগানিস্তানের বিপক্ষে ফিরলেন নাসুম। 

দলে নেই লিটন দাস। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের আগে জ্বরের কারণে অসুস্থ হয়ে পড়েন ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার। এখন পর্যন্ত সেরে উঠতে না পারায় লিটনকে রাখা হয়নি তিন ম্যাচের ওয়ানডে সিরিজে। লিটনের মতো আফগানদের বিপক্ষে পাওয়া যাচ্ছে না সাকিব আল হাসানকেও। তারকা অলরাউন্ডারের না থাকার খবরটি অবশ্য আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ফারুক আহমেদ।

সবশেষ ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন সৌম্য সরকার। একাদশে থাকলেও পরবর্তীতে তার কনকাশন সাব হিসেবে খেলতে নেমেছিলেন তানজিদ হাসান তামিম। দুই বাঁহাতি ওপেনারই আছেন আফগান সিরিজে। প্রথমবারের মতো বাংলাদেশের ওয়ানডে দলে ডাক পেয়েছেন গতিময় বোলিং টেস্ট মাতানো নাহিদ রানা।

তানজিম হাসান সাকিবের কাঁধের চোটেই মূলত কপাল খুলেছে ডানহাতি পেসারের। জাতীয় ক্রিকেট লিগে খেলার সময় চোটে পড়েছেন তিনি। আফগানদের বিপক্ষে পেস ইউনিটে নাহিদের সঙ্গী তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল। লঙ্কানদের বিপক্ষে সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়। ডানহাতি ওপেনারের জায়গায় ‍সুযোগ পেয়েছেন জাকির হাসান। সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে অবশ্য ছন্দে নেই তিনি।

সাউথ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে গুঞ্জন উঠে তিন সংস্করণের অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে এমন গুঞ্জন উড়িয়ে দিয়ে বাঁহাতি ব্যাটারকে অধিনায়ক করেই আরব আমিরাতে দল পাঠাচ্ছে বিসিবি। যেখানে শান্তর ডেপুটি হিসেবে দেখা যাবে মেহেদী হাসান মিরাজকে। আগামী ৬, ৯ এবং ১১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা।
 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: