যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, টাইগার গ্রুপে লঙ্কা-আফগান
সিভয়েস২৪ ডেস্ক
আগামী ২৯ নভেম্বর মাঠে গড়াচ্ছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। এরই মধ্যে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, পাকিস্তান ও নেপাল।
আর 'বি' গ্রুপে খেলবে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও জাপান। টুর্নামেন্টের প্রথম দিনই বাংলাদেশের যুবারা মাঠে নামবে আফগানিস্তানের বিপক্ষে। ১ ডিসেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। আর ৩ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে খেলবে জুনিয়র টাইগাররা।
এই টুর্নামেন্টে প্রতি গ্রুপের সেরা দুটি দল খেলবে সেমি ফাইনালে। ৬ ডিসেম্বর হবে দুটি সেমি ফাইনাল। আর ফাইনাল হবে ৮ ডিসেম্বর। যুবাদের এই এশিয়া কাপের পুরো টুর্নামেন্টই হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও শারজাহতে।
২০২৩ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফলে এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে টুর্নামেন্টে অংশ নিচ্ছে জুনিয়র টাইগাররা। এবারও শিরোপা জয়ের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশের যুবারা।