Cvoice24.com

সিরিজ বাঁচানোর লক্ষ্যে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ৯ নভেম্বর ২০২৪
সিরিজ বাঁচানোর লক্ষ্যে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে সিরিজ বাঁচাতে বিকেলে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা। মান বাঁচাতে ম্যাচটি বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর দলের। শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে ছোট লক্ষ্য পায় বাংলাদেশ। তবে তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৩১ রান তুলে জয়ের পথেই ছিল টাইগাররা। তবে এর পরই ঘটে এক বাজে ঘটনা। মাত্র ১২ রান যোগ করতেই বাকি ৭ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। সাক্ষী হয় ৯২ রানের বাজে হারের। 

এদিকে আজকের ম্যাচের আগে আঙুলের চোটে অভিজ্ঞ মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ দশ। আগামী ১ মাস মাঠের বাইরে থাকতে হবে এই মিস্টার ডিফেন্ডেবলকে।

তবে ম্যাচের আগের দিন শুক্রবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, এর আগেও আফগানিস্তানের বিপক্ষে জিতেছেন তারা। প্রথম ম্যাচে হারের পেছনে উইকেটকেই দায় দিচ্ছেন এই বাংলাদেশি অলরাউন্ডার। সেই সঙ্গে ব্যাটাররা নিজেদের দায়িত্ব পালন করতে পারেনি বলেও আক্ষেপ করেছেন তিনি। 

এক ম্যাচ হেরে বাংলাদেশের সকল অর্জন মাটিতে মিশে গেছেও মানছেন না মিরাজ। 

তিনি বলেন ‘আপনি দেখেন, আফগানিস্তানের সাথে এর আগে তো আমরা অনেক জিতেছি। ওয়ানডেতেও তো জিতেছি প্রথম ম্যাচে, বিশ্বকাপে। তারপর দেশের মাটিতে টি-টোয়েন্টি জিতেছি, এর আগে আমরা সিরিজ জিতেছি বাংলাদেশের মাটিতে। ব্যাপারটা এমন না যে আমরা ওদের সাথে একটা ম্যাচ হেরেছি আর আমাদের সব চলে গেছে। এরকম কোন কিছু না।’

মিরাজ বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি দলই ভালো মানের। আপনি কখনই কোন দলকে ছোট বলতে পারবেন না। সুতরাং আমরা যেটা চেষ্টা করছি একটা ম্যাচ আমাদের খারাপ হয়েছে, আমরা হয়ত যেভাবে আশা করেছিলাম উইকেটটা আমাদের সঙ্গে আচরণ করেনি। বলছি এটাই আমরা যারা ব্যাটার ছিলাম, সেট ব্যাটার ছিলাম তাদের দায়িত্বটা নেয়া উচিত ছিল। আমি আর শান্ত, সেটা সবসময় আমি বলেছি।’

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল একাদশ সাজাতেই হিমসিম খাবে। এর পেছনে কারণও আছে। লিটন দাস শারীরিক অসুস্থতার কারণে এই সিরিজে নেই। আর প্রথম ওয়ানডেতে আঙুলের চোটে পড়েছেন মুশফিকুর রহিম। ফলে এই উইকেটকিপিং গ্লাভস হাতে দেখা যাবে জাকের আলীকে। তার এখনও ওয়ানডেতে অভিষেকই হয়নি।

তার জন্য শুভকামনা জানিয়েছে মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলীর জন্য বেস্ট অব লাক। ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’


 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: