Cvoice24.com

সাফ চ্যাম্পিয়নদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল বাফুফে

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:১১, ৯ নভেম্বর ২০২৪
সাফ চ্যাম্পিয়নদের দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিল বাফুফে

প্রথম দিনেই চমক দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন কমিটি। সাফজয়ী নারী ফুটবল দলকে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে দেশের ফুটবলের কর্তা সংগঠনটি। শনিবার (৯ নভেম্বর) নতুন কমিটির প্রথম সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ পুরস্কারের ঘোষণা দেয় বাফুফে।

সভা শেষে বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু সাংবাদিকদের জানান, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। খুব শিগগিরই এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এর পুরস্কারের অর্থ প্রদান করবো।

তবে শুধু ফুটবলার নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কার পাবেন বলে জানান বাবু। 

এর আগে সাফের শিরোপা নিয়ে বাংলাদেশ নারী ফুটবল দল দেশে ফেরার পর বাফুফে ভবনে দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে এক কোটি টাকার পুরস্কারের চেক তুলে দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: