নর্দান ওয়ারিয়র্সকে উড়াল বাংলা টাইগার্স
সিভয়েস২৪ ডেস্ক
আবুধাবির টি-টেন লিগে প্রথম দুই ম্যাচ হেরে বিপাকে পড়েছিল সাকিবের দল বাংলা টাইগার্স। তবে তৃতীয় ম্যাচে দিল্লি বুলসকে ৭ উইকেটে হারিয়ে জয়ের ধারায় ফিরে দলটি। আর নিজেদের চতুর্থ ম্যাচে নর্দান ওয়ারিয়র্সকে রীতিমতো উড়িয়ে দিয়েছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন সাকিব। ব্যাট করতে নেমে বাংলা টাইগার্সকে ১০৮ রানের লক্ষ্য দেয় নর্দান ওয়ারিয়র্স। জবাবে বিনা উইকেটে ১৩ বল হাতে থাকতেই জয় তুলে নেয় বাংলা টাইগার্স।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষের বোলারদের উপর চড়াও হয় বাংলা টাইগার্সের দুই ওপেনার জাজাই ও আহমেদ শেহজাদ। ২৪ বলে ফিফটি তুলে নেন শেহজাদ। ২৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।
অপর প্রান্তে অষ্টম ওভারে পঞ্চম বলে বাউন্ডারি মেরে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি ২৩ বলে ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন হজরতউল্লাহ জাজাই।
জাজাই তার ইনিংসে ৫টি ছক্কার সঙ্গে মেরেছেন ৩টি চার। আর ২ ছক্কা আর ৮ চারে নিজের ইনিংস সাজিয়েছেন শাহজাদ।
এর আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নর্দান ওয়ারিয়র্সের। ওপেনার ব্র্যান্ডন কিংকে ৯ বলে ১২ রানে বোল্ড করে সাজঘরে ফেরান রশিদ খান। ১১ বলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন জনসন চালর্স।
এরপর রাদারফোর্ড (৭), আজমতুল্লাহ ওমারজাই (৪) এবং জিয়াউর রহমান ৪ রানে আউট হলেও এক প্রান্ত আগলে রেখে আগলে রেখে ২৮ বলে ৫৯ রানের ইনিংস খেলেন কলিন মুনরো।
২১ বলে ফিফটি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত মুনরোর ইনিংসে ভর করে ১০৭ রানের বড় পুঁজি পায় নর্দান ওয়ারিয়র্স।
বাংলা টাইগার্সের হয়ে রশিদের সঙ্গে ২টি করে উইকেট পান ইফতিখার আহমেদ। আর একটি উইকেট নেন ডেভিড পেইন। এদিন সাকিব আল হাসান এক ওভার বোলিং করলেও ৯ রান খরচার কোনো উইকেট পাননি তিনি।