আয়ারল্যান্ডকে বিশাল ব্যবধানে হারালো টাইগ্রেসরা
সিভয়েস২৪ ডেস্ক
আয়ারল্যান্ডের নারীদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে টাইগ্রেসরা। বুধবার (২৭ নভেম্বর) সিরিজের প্রথম ওয়ানডেতে ১৫৪ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ঘরের মাঠ রাজধানীর মিরপুরে আগে ব্যাট করে ২৫২ রান তোলে বাংলাদেশ। জবাব দিতে নেমে মাত্র ৯৮ রানেই গুঁটিয়ে যায় আয়ারল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ড মেয়েদের। ৪ বলে ৫ রান করে শুরুতেই সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। পরের বলে অ্যাসিম হান্টারকে আউট করে জোড়া উইকেট তুলে নেন মারুফা খাতুন।
চতুর্থ উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন ওপেনার সারাহ ফোরবেস। কিন্তু ইনিংস বড় করতে পারেননি ওরলা। ১৯ রান করে এই ব্যাটার আউট হলে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে আইরিশরা। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করেনে ফোরবেস।
২৫ রান করে রান আউট হন এই আইরিশ ওপেনার। এরপর লেয়াওহ পল (০), লরা ডিলানি (২২), উনা রেমন্ড-হোয় (৭) এবং আভা ক্যানিং শূন্য রানে বোল্ড আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় আয়ারল্যান্ড। শেষ দিকে অ্যাইমি ম্যাগুইরে (০) এবং ফ্রেয়া সারজেন্ট ৯ রানের আউট হলে মাত্র ৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন এবং নাহিদা আক্তার তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও দুই উইকেট মারুফা আক্তার।
এর আগে টস জিতে আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই টাইগ্রেস ওপেনার ফারজানা হক এবং মুর্শিদা খাতুন। তবে মুর্শিদা ফেরার মধ্যে দিয়ে ভাঙ্গে ৫৯ রানের জুটি। ৩৮ রান করেন তিনি। তিনে নামা সুপ্তা দারুণ ছন্দে ছিলেন। একপাশে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। তাকে ভালো সঙ্গ দেন আরেক ওপেনার ফারজানা হক পিংকি। ৬১ রান করা পিংকি ফিরলেও রানের চাকা এগিয়ে নেন সুপ্তা।
অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে জুটিতে সেঞ্চুরির খুব কাছে চলে যান তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি হতে গিয়েও হয়নি তার। ৯৬ রানে থামতে হলো। তখনো ইনিংসের ৭ বল বাকি।
অবশ্য সুপ্তার একটি সেঞ্চুরি আছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে, তবে সেটা আবার লিস্ট ‘এ’। কেননা যুক্তরাষ্ট্রের ওয়ানডে স্ট্যাটাস নেই।
অন্যদিকে শোবহানা মোস্তারির ৫ রান এবং স্বর্ণা আক্তারের অপরাজিত ১৩ রানে ভর করে শেষ পর্যন্ত ২৫২ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ।
এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ২৫০ রান করেছিল বাংলাদেশের মেয়েরা। এতদিন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় রানের রেকর্ড।