Cvoice24.com

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
ভারতের বিপক্ষে ফাইনালে ব্যাট করছে বাংলাদেশ

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৫, ৮ ডিসেম্বর ২০২৪
ভারতের বিপক্ষে ফাইনালে ব্যাট করছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের রোমাঞ্চকর ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। রবিবার (৮ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক মোহাম্মেদ আমান। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩২.১ ওভার শেষে ৬ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করেছে  আজিজুল হক তামিমের নেতৃত্বে থাকা বাংলাদেশের যুবারা। 

সাবধানী শুরুর পর দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় যুবা টাইগাররা। ১৬ বলে ১ রান করে আউট হন কালাম সিদ্দিক।

এরপর ক্রিজে আসা আজিজুল হাকিম তামিমকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন জাওয়াদ আবরার। তবে ব্যর্থ হন তিনি। দলীয় ৪১ রানে ৩৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান জাওয়াদ। 

জাওয়াদ ফিরে গেলে মোহাম্মদ শিহাব জেমসকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন অধিনায়ক আজিজুল হাকিম। কিন্তু দলীয় ৬৬ রানে হাকিম ফিরে গেলে তাতে ছেদ পড়ে। এর পর শিহাব জেমসের সতীর্থ হন রিজান হোসেন। 

দুজনের জুটিতে পার হয় দলীয় শতক রানের ঘর। তবে ৩২ ওভারের শেষ বলে ১২৮ রানের মাথায় জেমস ফিরে গেলে ভাঙ্গে ৬২ রানের জুটি। যাওয়ার আগে তিনি খেলেন ৪০ রানে গুরুত্বপূর্ণ ইনিংস।  এর পর দলীয় ইনিংসে ৪ রান যোগ করে ১৩২ রানে প্রতিপক্ষে হাতে ধরা পড়ে ব্যক্তিগত ১ রানে ফিরেন দেবাশীষ দেবু। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫৫ রানে রিজান হোসেনও আউট হয়েছেন তার ব্যক্তিগত ৪৭ রানে। 

এ নিয়ে টানা দ্বিতীয় এবং সবমিলিয়ে তৃতীয়বার লাল-সবুজের প্রতিনিধিরা যুব এশিয়া কাপের ফাইনাল খেলছে। এর আগে, ২০১৯ যুব এশিয়া কাপ আসরের ফাইনালে প্রথমবার খেলতে নামে বাংলাদেশ। সে ম্যাচে ৫ রানে হেরেছিল ভারতের কাছে। 

সর্বশেষ ২০২৩ আসরেও সেমিফাইনালে দেখা হয় দুই দলের। ওই ম্যাচে প্রতিশোধ হিসেবে ভারতকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দেয় যুবারা। পরে টুর্নামেন্টের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার যুব এশিয়া কাপের শিরোপা ঘরে তোলে বাংলাদেশ।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী অ্যালেন, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), শিহাব জেমস, ফরিদ হাসান ফয়সাল (উইকেটরক্ষক), দেবাশীষ সরকার দেবা, সামিউন বাসির রাতুল, মারুফ মৃধা, রিজান হোসেন, আল ফাহাদ ও ইকবাল হোসেন ইমন।

ভারত অনূর্ধ্ব-১৯  : আয়ুশ মহাত্রে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মোহাম্মেদ আমান (অধিনায়ক), কেপি কার্তিকেয়া, নিখিল কুমার, হারভানশ সিং (উইকেটরক্ষক), কিরান চোরমালে, হার্দিক রাজ, চেতন শর্মা ও যুধাজিত গুহ।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: