Cvoice24.com

চট্টগ্রামে দৌড় প্রতিযোগিতা শুক্রবার, অংশ নিচ্ছেন ১৪ দেশের প্রতিযোগী

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৬:৪৮, ৮ জানুয়ারি ২০২৫
চট্টগ্রামে দৌড় প্রতিযোগিতা শুক্রবার, অংশ নিচ্ছেন ১৪ দেশের প্রতিযোগী

চট্টলা রানার্সের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (১০ জানুয়ারি) ‘স্যাম বন্ড-সিআর-১০ কিলোমিটার ২০২৫’ দৌড় প্রতিযোগিতা। ‘সব বিপ্লবীর প্রতি স্যালুট’ স্লোগানে শরীর-মন সুস্থতায় জনগণকে উদ্বুদ্ধ করা লক্ষ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। এতে ১৪ দেশের প্রতিযোগী অংশ নেবেন।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে নগরের জামালখানে একটি রেস্টুরেন্টে ‘মিট দ‍্যা প্রেস’ অনুষ্ঠানে আয়োজকরা জানান, এই মিনি ম্যারাথন প্রতিযোগিতা দেশ-বিদেশের ৭৬৭ প্রতিযোগী অংশ নেবেন। এতে বিভিন্ন বয়সী ছয় ক্যাটাগরি থাকবে।

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় সিআরবির শিরীষতলা থেকে শুরু হয়ে লালখান বাজার, টাইগারপাস হয়ে শিরীষতলা চারবার প্রদক্ষিণের মাধ্যমে ১০ কিলেমিটারের মিনি ম্যারাথন সকাল ৮ টায় শেষ হবে। চিপ টাইমিং সিস্টেমে ইভেন্টের বিজয়ী নির্ধারণ করা হবে। এরপর সকাল সাড়ে ৮টায় পুরস্কার বিতরণ হবে। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে থাকছেন ক্যামিকেল প্রতিষ্ঠান স্যাম বন্ড, এভার কেয়ার হাসপাতাল ও কনফিডেন্স সিমেন্ট।  

‘মিট দ‍্যা প্রেস’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রথম এভারেস্ট পর্বত আরোহী বাবর আলী, স্যাম বন্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অফ সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা ও হুইজ কমিউনিকেওশন্সের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ বকুল, চট্টলা রানার্সের উপদেষ্টা প্রদিপ দেব, সনজয় বোস, চট্টলা রানার্স প্রতিষ্ঠাতা নৃপেন চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা
মুজিবুর রহমান মনি, চট্টলা রানার্স এডমিন এবং রেস লিড সাইফুল মোহাম্মাদ শ্রাবন, আনিন শাহরিয়ার, মোহাম্মাদ জাবেদ হোসাইন, তানভীর হোসেন সিফাত, মোহাম্মাদ আবু বকর, ইরফানুল ইফু ও মাহিন।

এদিকে শুক্রবার (১০ জানুয়ারি) পূরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম, চট্টগ্রামের প্রথম এভারেস্ট পর্বত আরোহী বাবর আলী, স্যাম বন্ডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাস, হেড অফ সেলস এন্ড মার্কেটিং এ কে এম মাহমুদুল হাসান, এভার কেয়ার হসপিটাল চট্টগ্রামের সিইও সামির সিং,কনফিডেন্স সিমেন্ট লিমিটেডের সিএফও ইকবাল নেওয়াজ ইউসুফ ও চট্টলা রানার্স প্রতিষ্ঠাতা নৃপেন চৌধুরী।

সর্বশেষ

পাঠকপ্রিয়

: