Cvoice24.com

মমতার আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 

সিভয়েস২৪ ডেস্ক

প্রকাশিত: ১৭:২৭, ৮ জানুয়ারি ২০২৫
মমতার আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 

লাগাতার কর্মব্যস্ততায় একঘেঁয়েমি ভাব কাটাতে উন্নয়ন সংস্থা মমতা আয়োজন করেছে পাঁচ দিনব্যাপি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট। গত ২ থেকে ৬ জানুয়ারি চট্টগ্রাম নগরের এক টার্ফে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। 

সোমবার (৬ জানুয়ারি) ফাইনাল খেলায় মুখোমুখি হয় এমআইএস ও ফাইন্যান্স টিম। তাতে নির্ধারিত সময়ে কোন পক্ষই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এতে ফাইন্যান্স টিম চ্যাম্পিয়ন হয়।

এর আগে প্রথম সেমিফাইনালে অডিট টিমকে ফাইন্যান্স টিম এবং দ্বিতীয় সেমিফাইনালে আইসিটিকে হারিয়ে এমআইএস টিম ফাইনালে উঠে। অন্যদিকে অডিট টিমকে টাইব্রেকারে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করে আইসিটি । 

খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ট্রপি ও অন্যান্য পুরস্কার তুলে দেন একুশে পদকপ্রাপ্ত মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মমতার সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, মমতা আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও পরিচালক তৌহিদ আহমেদ, পরিচালক ইকবাল আল মাহামুদ, সুব্রত বড়ুয়া, প্রিয়তোষ দাশ প্রমুখ। টুর্নামেন্টে আইসিটি, প্রজেক্ট, মনিটরিং, ট্রেনিং, এইচআর, ফ্যাইনান্স, অডিট ও এমআইএস সহ ৮টি টিম অংশগ্রহণ করে। 

সর্বশেষ

পাঠকপ্রিয়

: