হেলস কাণ্ডে শাস্তি পেলেন তামিম
সিভয়েস২৪ ডেস্ক
বিপিএলে রংপুর রাইডার্সের ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে শাস্তি পেয়েছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ঘটনাটি বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল ম্যাচের শেষের দিকে।
ম্যাচ জিততে শেষ ওভারে ২৬ রান প্রয়োজন ছিল রংপুর রাইডার্সের। মিডিয়াম পেসারের শেষ ওভারে সমান তিনটি করে ছক্কা ও চার মেরে রংপুরকে অবিশ্বাস্য এক জয় এনে দেন অধিনায়ক নুরুল হাসান সোহান। রংপুরের বিপক্ষে টানা হারে স্বাভাবিকভাবেই বিষণ্ণ ছিল ফরচুন বরিশালের ডাগ আউটে। টিভিতে দেখা যায় ম্যাচ শেষে ড্রেসি রুমে ফেরার পথে হাত মেলাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা।
এমন সময় হুট করেই তামিমকে বারবার ইংলিশ ক্রিকেটার হেলসের দিকে তেড়ে যেতে দেখা যায়। বরিশালের অধিনায়ককে সরিয়ে নেয়ার চেষ্টা করছিলেন রংপুরের শাহনিয়ান তানিম। পরের দৃশ্যগুলো দেখানো হয়নি টিভিতে। তবে যতটুকু জানা গেছে, তামিমকে উদ্দেশ্য করে আপত্তিকর মুখভঙ্গি করেছিলেন অ্যালেক্স হেলস।
জানা গেছে, হেলসের মুখভঙ্গি দেখে তামিম বলেছেন, ‘এ রকম করছ কেন? কিছু বলার থাকলে মুখে বলো। বি আ ম্যান।’ হেলস কিছু একটা বলে উত্তর দিতেই রেগে যান তামিম। পরবর্তীতে দুই দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যরা মিলে ঝামেলা মেটানোর চেষ্টা করেন।
অন্যদিকে ম্যাচ শেষে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগ করেছেন ইংলিশ ব্যাটার। হেলস বলেছেন, ‘আমার মনে হয় ম্যাচ হেরে সে (তামিম) হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল– ‘‘আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি।’’ অথচ আমি তাকে কিছুই বলিনি।
এদিকে সংবাদ সম্মেলনে এসে সোহান অবশ্য বিস্তারিত কিছু বলতে পারেননি। পুরো ঘটনার বর্ণনা দিতে পারেননি বরিশালের নাফিস ইকবালও।
তবে ম্যাচ শেষের এমন ঘটনা আমলে নিয়েছেন আম্পায়াররা। লেভেল- ওয়ানের আচরণবিধির ২.৬ অনুচ্ছেদ ভঙ্গ করায় তামিমকে সতর্ক করেছেন ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ। সেই সঙ্গে বরিশালের অধিনায়কের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে।