Cvoice24.com

উখিয়ায় শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্স চ্যাম্পিয়ন 

প্রতিনিধি, সিভয়েস২৪
১০:২৬, ১২ জানুয়ারি ২০২৫
উখিয়ায় শাহেদ-রিপা ফুটবল টুর্নামেন্টে ব্রাদার্স চ্যাম্পিয়ন 

কক্সবাজারের উখিয়ায় শাহেদা আক্তার রিপা ও সালাউদ্দিন শাহেদের নামে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় টাইব্রেকারে (৪-২) আলি জোহার একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চ্যাম্পিয়ন দলকে ট্রপিসহ নগদ এক লাখ ও রানার্সআপ দলকে ৫০ হাজার টাকা এবং অন্যান্য ক্যাটাগরিতে খেলোয়াড়দের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সরোয়ার জাহান চৌধুরী। 

এসময় পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী, জাতীয় নারী ফুটবল দলের সদস্য শাহেদা আক্তার রিপা, জাতীয় পর্যায়ে বয়সভিত্তিক ফুটবলে প্রতিনিধিত্বকারী সালাউদ্দিন শাহেদ, কোস্ট ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম, রশিদ আহমদ,মাস্টার ফরিদ আহমদসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।