স্প্যানিশ সুপার কাপ
রিয়ালকে গোল বন্যায় ভাসিয়ে শিরোপা পুনরুদ্ধার বার্সার
সিভয়েস২৪ ডেস্ক

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে উড়িয়ে স্প্যানিশ সুপার কাপের শিরোপা পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রবিবার (১২ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় ফাইনালে ৫-২ গোলে জিতেছে হান্সি ফ্লিকের দল। এই শিরোপা জয়ে ১৫তম ট্রফি ঘরে তুলে আরও সমৃদ্ধ করেছে কাতালান দলটি।
কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে শুরু পঞ্চম মিনিটেই এমবাপের গোলে পিছিয়ে পড়ে বার্সা। মাঝমাঠ থেকে ভিনিসিউস জুনিয়রের পাস ধরে এগিয়েগিয়ে ডিফেন্ডার বাল্দের বাধা এড়িয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি ফরোয়ার্ড। তবে ইয়ামালের চমৎকার গোলে ২২তম মিনিটে সমতায় ফেরে বার্সেলোনা। লেভানদোভস্কির থ্রু বল ধরে বক্সে ঢুকে পড়েন তিনি। এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে আরও দুজনের মধ্যে দিয়ে বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার।
৩৬তম মিনিটে সফল স্পট-কিকে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানদোভস্কি। রেয়ালের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সে গাভিকে ফাউল করলে শুরুতে সাড়া না দিলেও, ভিএআরের সাহায্যে মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। তিন মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে চালকের আসনে বসে বার্সেলোনা। ডান দিক থেকে জুল কুন্দের ক্রসে বক্সে চমৎকার হেডে বল জালে পাঠান রাফিনিয়া। এরপর যোগ করা সময়ে ব্যবধান ৪-১ করেন স্প্যানিশ ডিফেন্ডার বাল্দে।
বিরতির পর মাঠে ফিরেই ৪৮ তম মিনিটে আবার গোলের দেখা পায় বার্সা। নিজেদের অর্ধ থেকে মার্ক কাসাদোর পাস ধরে এগিয়ে যান রাফিনিয়া, বক্সে একজনকে কাটিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ৫৬তম মিনিটে বক্সের বাইরে এসে এমবাপেকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পোলিশ গোলরক্ষক স্ট্যান্সনি। ভিএআরের সাহায্যে মনিটরে রিপ্লে দেখে এই সিদ্ধান্ত দেন রেফারি।
গাভিকে তুলে নিয়ে ইনিয়াকি পেনিয়াকে পোস্ট সামলানোর জন্য নামান বার্সেলোনা কোচ। একই সঙ্গে ইয়ামালের বদলি নামেন দানি ওলমো। ওই ফ্রি-কিকেই ব্যবধান (৫-২) কমান রদ্রিগো। পেনিয়ার হাত ছুঁয়ে পোস্টে লাগে জালে জড়ায় বল। বাকি সময়ে বার্সার ওপর চাপ বাড়ালেও গোলের দেখা মিলেনি রিয়ালের। রেফারি বাঁশিতে শেষ বাড়ের মত ফু দিতেই উল্লাসে মেতে ওঠে বার্সা শিবির।
খেলাধুলা সব খবর