Cvoice24.com

ছেলেদের পর উইমেন্স বিপিএল

সিভয়েস২৪ ডেস্ক
২১:৪২, ১৭ জানুয়ারি ২০২৫
ছেলেদের পর উইমেন্স বিপিএল

অবশেষে দেশে নারী বিপিএল চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষদের চলমান বিপিএল শেষেই নারীদের বিপিএলের প্রথম আসর আয়োজন করা হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। 

শুক্রবার (১৭ জানুয়ারি) চট্টগ্রামের সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচের পর এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে নারী বিপিএলের আনুষ্ঠানিক ঘোষণা দেন এ বিসিবি পরিচালক। তিনি জানান, তিনটি দল নিয়েই হবে টুর্নামেন্ট। নাম হবে উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লিউবিপিএল)।

নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বোর্ড বেশ কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আরও কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে, নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’

ওয়েস্ট ইন্ডিজের নারী সিপিএল হয় তিনটি দল নিয়ে। প্রতিবেশী দেশ ভারতের উইমেন্স প্রিমিয়ার আয়োজিত হচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। বিসিবিরও ভাবনা ছিল তিনটি কিংবা চারটি দল নিয়ে নারী বিপিএল আয়োজনের। নাজমুল আবেদীন নিশ্চিত করেছেন, তিনটি দল নিয়েই হবে নারী বিপিএলের প্রথম আসর। ৮-৯ দিনের টুর্নামেন্ট শুরু হবে ছেলেদের বিপিএলের পরই। 

এ প্রসঙ্গে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব। প্রথম আসরটি তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এটা এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের ভেতরে।’

টুর্নামেন্ট আয়োজনে ইতোমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে বিসিবি। নারী ক্রিকেটকে এগিয়ে নিতে এবং প্রথমবারের মতো উইমেন্স বিপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। 

নাজমুল আবেদীন বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা দিয়ে আমরা শুরুটা করতে চাই। দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি ফরম্যাটে, সেটার প্রভাব কী রকম হয়। আমরা আশা করছি, এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’

এর আগে, সবশেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার নারী বিপিএল চালু করার ইঙ্গিত দিয়েছিলেন। বেশ কয়েকবার জ্যোতিদের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। তবে ভারতের মতো করে বাস্তবে রূপ দিতে পারেননি পাপন। সভাপতি পরিবর্তনের পর আরও একবার নারী বিপিএলের আলাপ তুলেছিলেন ক্রিকেটাররা। 

গত বছরের শেষের দিকে চলমান বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচনের সময় ফারুক আহমেদের কাছে ছেলেদের মতো মেয়েদেরও বিপিএল আয়োজনের আবদান করেছিলেন জ্যোতি ও পেসার জাহানারা আলম। সেই সময় আশ্বাসও দিয়েছিলেন বিসিবি সভাপতি। এবার তাদের চাওয়ার মাসখানেক পেরিয়ে যাওয়ার পরই মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। 

ছেলেদের বিপিএলের পর্দা নামবে আগামী ৭ ফেব্রুয়ারি। এর পরপরই মাঠে গড়াবে নারীদের আসরটি।