Cvoice24.com

দোহাজারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৮:৫৬, ১৮ জানুয়ারি ২০২৫
দোহাজারীতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের চন্দনাইশে দোহাজারী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে সাঙ্গু নদীর উন্মুক্ত চরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা।

দোহাজারী ফুটবল খেলোয়াড় সমিতির উদ্যোগে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আসকর খাঁন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দোহাজারী আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি বশীর উদ্দিন খান মুরাদ। 

বিশেষ অতিথি ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় শওকত খাঁন, মাস্টার হুমায়ুন কবির, শাহ আলম কমিশনার, আবুল কালাম আজাদ প্রমুখ।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পতেঙ্গা ফুটবল ক্রীড়া চক্র ও পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। এতে টাইব্রেকারে ৪-৩ গোলে জয়লাভ করে পটিয়া কোলাগাঁও মোহাম্মদ নগর ফুটবল একাডেমি। নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।