ফাইনাল খেলতে বরিশালের ‘লঞ্চে’ নিশাম
সিভয়েস২৪ ডেস্ক

আগের দিন সোমবার (৩ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে খুলনার বিপক্ষে তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্সকে মাঠে নামিয়েছিল রংপুর রাইডার্স। যদিওবা কাজের কাজ কিছুই করতে পারেননি তারা। খুলনার কাছে বাজেভাবে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্ট থেকে। তবে এবার টানা শিরোপা ধরে রাখতে নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জেমস নিশামকে উড়িয়ে আনছেন চিটাগাংকে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করা বরিশাল।
সবকিছু ঠিক থাকলে ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের জার্সিতে খেলবেন এই কিউই অলরাউন্ডার।
এর আগে, সোমবার দুপুরে এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করে খুলনা টাইগার্স। দিনের আরেক ম্যাচে চিটাগং কিংসকে হারিয়ে সরাসরি ফাইনাল নিশ্চিত করে ফরচুন বরিশাল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স।
বিপিএলের এবারের আসরে দারুণ ছন্দে আছে ফরচুন বরিশাল। ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে থেকে লিগ পর্বের খেলা শেষ করেছে তারা। প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসকে ৯ উইকেটে হারিয়েছে তারা।
বিদেশি ক্রিকেটারদের কালেকশানে এবার সবচেয়ে এগিয়ে ছিল রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল। ইতোমধ্যে খুলনার কাছে হেরে বিদায় নিয়েছে রংপুর। কাইল মেয়ার্স, মোহাম্মদ নবী, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আলী, জেমস ফুলার, ডেভিড মালানসহ নামীদামী অনেক তারকা ক্রিকেটারকে দলে নেয় বরিশাল। এবার সে খাতায় নাম লিখিয়েছে নিশামও।
সোমবার কিউই অলরাউন্ডার তার ইনস্টাগ্রাম স্টোরিতে দক্ষিণ আফ্রিকা থেকে সরাসরি বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। তখন থেকেই গুঞ্জন ওঠে, বিপিএলে কোন দলের হয়ে খেলবেন তিনি।
খুলনার মিডিয়া ম্যানেজার ফাহিম মুনতাসিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এমন কোন তথ্য তার কাছে নেই। তার এমন কথায় নিশ্চিত হওয়ায় ফরচুন বরিশাল কিংবা চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলতে আসছেন নিশাম।
পরবর্তীতে ফরচুন বরিশাল নিশ্চিত করেছে, তাদের হয়ে ফাইনাল খেলতে আসছেন জেমস নিশাম। ধারণা করা হচ্ছে, ফাহিম আশরাফের অভাব পূরণেই মূলত নিশামকে নিয়ে এসেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
পুরো টুর্নামেন্টজুড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে দাপুটে পারফর্ম করেছেন পাকিস্তানের অলরাউন্ডার ফাহিম। মিডিয়াম পেস বোলিংয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়েছেন। নিশাম নিজেও পেস বোলিংয়ের সঙ্গে মারকুটে ব্যাটিংও করতে পারেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুরে অনুষ্ঠিত হবে চলমান আসরের ফাইনাল। যেখানে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্স ও চিটাগং কিংসের মধ্যকার ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে বরিশালের।
খেলাধুলা সব খবর