Cvoice24.com

এম এ আজিজ স্টেডিয়ামের ইজারা চুক্তি বাতিল না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

সিভয়েস২৪ প্রতিবেদক
১৮:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৫
এম এ আজিজ স্টেডিয়ামের ইজারা চুক্তি বাতিল না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি

এম এ আজিজ স্টেডিয়াম ২৫ বছরের জন্য বাফুফেকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই চুক্তি বাতিল না করলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কাজীর দেউড়ি এম এ আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটির উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সংহতি প্রকাশ করে তিনি এ হুঁশিয়ারি দেন। এ সময় সিজেকেএসের এডহক কমিটি বাতিলের দাবিও জানান আবুল হাশেম বক্কর।

চট্টগ্রাম নগর বিএনপির সাবেক এ নেতা বলেন, ‘২৫ বছরের জন্য ইজারা দেওয়ার সিদ্ধান্তে চট্টগ্রামের ক্রীড়ামোদীরা হতবাক। এই স্টেডিয়ামের সাথে চট্টগ্রামবাসীর প্রাণের সম্পর্ক। স্টেডিয়াম বরাদ্দের ঘোষণার পর থেকে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের মানুষ ক্ষোভে ফুঁসে ওঠেছে। চট্টগ্রামের ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা না করে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামকে বরাদ্দ দেওয়া চট্টগ্রামবাসী কোনদিন মেনে নেবে না। তাই অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।’

তিনি আরো বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান করেন। এম এ আজিজ স্টেডিয়ামের চুক্তি বাতিল না করলে চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।’ পাশাপাশি খেলাধুলার সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের নিয়ে সিজেকেএসের যে এডহক কমিটি করা হয়েছে সেটিও বাতিল করার দাবি জানান তিনি।

কর্মসূচিতে চট্টগ্রামের বিপুল সংখ্যক ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, ক্রীড়া কর্মকর্তা, কোচ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশ নেন।